বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন-
https://www.ifatwa.info/3747
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি শুধুমাত্র হক আদায়ের নিয়তে দিয়ে দিবেন।
(২)
কাউকে কোনো জিনিস দিতে চাওয়া হলো। কিন্তু সে সেটা গ্রহণ করলো না। তাহলে সেটার মালিকানা যে জিনিসটি দিতে চাইলো তারই থাকবে।
(৩)
কোনো ব্যক্তির থেকে কোনো জিনিস নেয়া হলো। নেয়ার সময় উক্ত ব্যক্তি বলেনি যে, জিনিসটি ফেরত দিতে হবে। এবং যে নিয়েছে সেও বলেনি যে, পরে সে ফেরত দিবে। তাহলে সেটা ফেরত দেয়া বাধ্যতামূলক।কেননা সমাজে এটাই সাধারণ নিয়ম যে, জিনিষটি নেয়ার পর ফিরিয়ে দেয়া হবে। যদি ফেরত দিয়ে দেয়া হয়, তাহলে যে ব্যক্তি জিনিসটি দিয়েছিল তার জন্য সেটা নেয়া সঠিক হবে।
(৪)
কোনো বন্ধুকে কিছু টাকা ধার দিলাম। কিন্তু দেয়ার সময় মুখে বলা হয়নি যে, ধার দিচ্ছি। কিন্তু ধার দেয়ার নিয়তেই দিয়েছি। এবং যে নিয়েছে সেও হয়তো জানে সে ধার নিচ্ছে। তাই সমাজের সাধারণ নিয়ম অনুসারে সেই টাকা পরে ফেরত নেয়া যাবে।কেননা " টাকা ফেরত দেয়া লাগবে না " এমন কোনো কথা দাতা বলেনি।
(৫)
কাউকে না জানিয়ে তার জিনিস খুলে দেখা হলো। কিন্তু কোনো ক্ষতি করা হয়নি। বিষয়টি জানাতে গেলে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(৬)
নিজের কেনা বই কাউকে পড়ার জন্য দেয়া যাবে। যদিও তা কপিরাইট কৃত বই হয় না কেন।
(৭)
একজন বন্ধুর কেনা বই (কপিরাইট কৃত) থেকে পড়ার উদ্দেশ্যে বইয়ের ছবি তুলে রাখা যাবে, তবে সে যদি বইটিকে পড়ার জন্য দেয় তাহলে তার অনুমতি ছাড়া বইয়ের ছবি তোলা যাবে না।
(৮)
অনলাইনে বা অফলাইনে কোনো কিছু কেনার সময় যদি দেখা যায় যে, বিকাশ বা নগদ পেমেন্টে ২০% ক্যাশব্যাক। তাহলে এই সিস্টেমে কেনা যাবে।এবং উক্ত ক্যাশব্যাক কেও গ্রহণ করা যাবে।
(৯)
ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে নিষেধাজ্ঞা না থাকলে বা জানা না গেলে সেগুলো ডাউনলোড করা এবং অন্যের ডিভাইসে শেয়ার করা যাবে।
(১০)
জ্বী, নিজের পক্ষ্য থেকে সংযোজন ও সৃজিত করে লেখা যাবে।এটার নামইতো মেধার পরীক্ষা।