আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
261 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
১/বাবা মার ছোট খাটো কথা যেমন মাস্ক পড়া ব্রাশ করা ইত্যাদি না মানলে দুআ কবুল হবে ?অনেক সময় বসার সময় মনে পড়ে আমাকে এভাবে বসতে আগে মানা করসিল, বা বিভিন্ন তাদের আদেশ এর কথা বিভিন্ন কাজের সময় মনে পড়ে।
২/অনেক সময় অনেকের বাসায় যাওয়ার সময় সালাম দিয়ে অনুমতি নেয়া হয়না অনেকে বুঝে না। আমি যদি শুধু কলিং বেল দিয়ে যাই হবে?

৩/আমার কোনো বন্ধু যদি ওর আম্মুকে (মিথ্যা না বলে)না বলে আমার সাথে ঘুরতে আসে আমার গুনাহ হবে?

৪/আমার অনেক সময় অনেক কাজ করলে মনে হয় এটা হয়তো আল্লহ চাচ্ছেন এই ব্যাপারে কিছু বললে খুশি হবো।

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মাতাপিতার আদেশকে মান্য করা মূলত তিনটি মূলনীতির আলোকে হয়ে থাকে।
(১) তাদের আদেশ কোনো মুবাহ বিষয়ে হতে হবে।কোনো ওয়াজিব তরকের ব্যাপারে হতে পারবে না।এবং কোন হারাম কাজের জড়িত হওয়ার জন্যও হতে পারবে না।
(২)যে কাজের আদেশ তারা দিবেন,এতে তাদের ফায়দা থাকতে হবে,বা শরীয়তের পছন্দসই কাজ হতে হবে।
(৩)যে কাজের আদেশ দিচ্ছেন,তা তাদের সন্তানদের জন্য ক্ষতিকারক হতে পারবে না।

সুতরাং যদি সন্তানের কষ্ট লাগবের জন্য তারা আদেশ দিয়ে থাকেন,তাহলে এক্ষেত্রে মাতাপিতার আদেশকে মান্য করা ওয়াজিব।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1707

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাবা মার ছোট খাটো কথা যেমন মাস্ক পড়া, ব্রাশ করা ইত্যাদি মান্য করা সন্তানের জন্য অতীব জরুরী।কেননা এগুলো সন্তানের ফায়দার জন্যই মাতাপিতা আদেশ করে থাকেন।তবে না মানলে দুআ কবুল না হওয়ার কোনো কারণ নাই।

(২)
সালাম দিয়ে কারো বাসায় প্রবেশ করা সুন্নত।সালাম না করলে সুন্নতের খেলাফ হবে।

(৩)
এক্ষেত্রে আপনার কোনো গোনাহ হবে না।

(৪)
আপনি যদি নেক কাজ করে থাকেন, তাহলে তো এটা আল্লাহর হুকুম।আর যদি গোনাহের কাজ করেন তাহলে এক্ষেত্রে এটা বলা ঠিক হবে না যে, এটা আল্লাহর হুকুম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...