ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোনো প্রতিষ্টানে চাকুরীতে জয়েন হওয়ার পর সেই চাকুরীর নির্ধারিত কাজ সম্পাদন করার পর যদি আর কোনো কাজ না থাকে,তাহলে সেই সময়ে ব্যক্তিগত কাজ করা যাবে।
তবে কোনো চাকুরী যদি এমন হয় যে,হঠাৎ হঠাৎ কাজ আসে,কখন আসবে তার ঠিক নেই,সর্বদা প্রস্তুত থাকতে হয়,তাহলে এমন প্রতিষ্টানের চাকুরীতে সর্বদা প্রস্তুত থাকতে হবে,তখন ফ্রি দেখে ব্যক্তিগত কাজে মনোযোগ দেয়া যাবে না।কেননা হঠাৎ কাজ চলে আসতে পারে। তাছাড়া কম্পানির পক্ষ্য থেকে কোনো কাজ করা বা না করা নিয়ে বিধিনিষেধ থাকলে তখন কম্পানির আইনকে ফলো করতে হবে। এ সম্পর্কে আরো দেখুন-https://www.ifatwa.info/9353
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং কম্পানির আইনকে ভঙ্গ করা জায়েয হবে না।
(২)
স্ত্রীর মৃত্যুর সাথে সাথে বৈবাহিক সকল সম্পর্ক নষ্ট হয়ে যায়।সুতরাং স্বামী গোসল দিতে পারবে না।দেখতেও পারবে না। স্ত্রীর মৃত্যুর সাথে সাথেই স্বামীর সাথে সম্পূর্ণ বিচ্ছেদ বিচ্ছেদ হয়ে যায়। মৃত্যুর পর স্বামী আর স্ত্রীকে দেখতে পারবে না।
তবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর ইদ্দত থাকাবস্থায় যেহেতু আংশিক বৈবাহিক সম্পর্ক বাকী থাকে, তাই স্ত্রী তার মৃত স্বামীকে দেখতেও পারবে এবং গোসলও দিতে পারবে।
(৩)
প্রশ্নটা অসস্পষ্ট। স্পষ্ট করে কমেন্টে উল্লেখ করুন।