ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনাকে বলবো দয়াকরে আপনি এই তালাকের ওয়াসওয়াসাকে পরিহার করুন। কিভাবে পরিহার করবেন,সেটা হল, যখনই মনে এরকম ওয়াসওয়াসা আসবে, সাথে সাথেই মনকে বলবেন, আমি যেহেতু ওয়াসওয়াসার রোগী, তাই আমার ব্যাপারে শরীয়তের হুকুমে শীতিলতা রয়েছে।আমি অন্য দশজনের মত নই। কেননা ওয়াসওয়াসা রোগি কাউকে হত্যা করলেও শরীয়তের দৃষ্টিতে কেসাস আসেনা।ওয়াসওয়াসার রোগী সারাদিন কুফরি বাক্য উচ্ছারণ করলেও সে কাফির হয়না।বরং তার ঈমান বহাল থাকে।
যদি ওয়াসওয়াসা থেকে আপনি বের না হন,তাহলে আপনার ভবিষ্যত আপনি নিজেই নষ্ট করবেন।ওয়াসওয়াসা থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম হল, এই চিন্তাকে পরিহার করে ভিন্ন চিন্তা গ্রহণ করা,লোকদের সাথে হাশিখুশিতে থাকা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই একই মাস'আলা নিয়ে অনেকবার আপনাকে উত্তর দিয়েছি। যেহেতু আপনি ওয়াসওয়াসার রোগী। ওয়াসওয়সার রোগীর কোনো তালাকই শরীয়তে গ্রহণযোগ্য নয়। আপনাদের তালাক নিয়ে আপনি যতবারই প্রশ্ন করবেন, কুরআন সুন্নাহ ও ফিকহের আলোকে আমাদের উত্তর হবে, তালাক হয় নাই। কেননা আপনি ওয়াসওয়াসার রোগী। আপনার স্বামী যদি আমাদের নিকট কখনো তালাক বিষয়ক কোনো প্রশ্ন করে, তখন আমরা ভিন্ন মূলনীতির আলোকে ফাতাওয়া দিতে পারি।কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটিই মূলনীতি।আপনি ওয়াসওয়াসার রোগী।সুতরাং আপনার তালাক সম্পর্কীয় কোনো কথাই গ্রহণযোগ্য নয়।