আমি আমার আব্বু সহ উমরাহ করতে যাবো ইন শা আল্লাহ। আমাদের সাথে কি আমার খালাম্মা (মায়ের বোন) যেতে পারবেন? উনার স্বামী নেই। ছেলে বিদেশে কর্মরত। আমি এটা জানি যে আমার আব্বুর সাথে উনি হজ্বে যেতে পারবেন না, পর্দাগত কারনে মাহরাম হওয়ার সুবাধে, কিন্তু যেহেতু আমি যাচ্ছি, তাহলে কি উনি আমার সাথে যেতে পারবেন? কারন আমজ উনার বোনের ছেলে। এখন এক্ষেত্রে আমার খালাম্মার উমরাহ পালন করা নিয়ে ইসলা কি বলে? উনি কি যেতে পারবেন নাকি পারবেন না?