আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,২য় রাকাতের বা ৩ য় রাকাতের তাশাহুদে অনেক সময় আশহাদু এর বদলে অশাদু /আশাদু/আশ আদু এসব উচ্চারণ হয় দ্রুত/বেখেয়ালে পড়তে গিয়ে, এতে নামাজ নষ্ট হবে কি?
২,স্বামী স্ত্রী যদি নিজেদের মাঝে চুক্তি করে উভয়ে ২/৩ বছরের জন্য নিজেরা আলাদা থাকবে নিজেদের মত করে,একে অপরের প্রতি দায়বদ্ধ নয়।তবে স্বামী স্ত্রী তালাক না দিয়েই।একটি তালাক ও সে দেয়না।কিন্তু উভিয়ে যদি এই সম্মতিতে থাকে।তাহলে বিয়ের কোনো ক্ষতি হবে? বা এই ভাবে স্ত্রীকে যদি বলা হয়,আমরা এত বছরের জন্য আলাদা থাকব?। বা স্ত্রীকে যদি বলে তুমি চাইলে আমার থেকে যোগাযোগ বন্ধ রাখতে পারো ১ বছরেএ জন্য।এভাবে বললে?
৩,স্বামী যদি স্ত্রী তালাকের উদ্দ্যেশ্য ছাড়া বলে তোমার সাথে এখন থেকে নরম্যাল মানুষের মত ব্যবিহার করব,স্ত্রীর মত নয়।এখানে ব্যবহার বলতে যৌন সম্পর্ক স্থাপন করবেনা এমন নয়।মানে খোজ খবত নেয়া কথা বলার ক্ষেত্রে যেমিন সাধারন মানুষের সাথে ফরম্যালি বা কয়েকদিন পর পর বলে এমন।উল্লেখ্য স্বামী স্ত্রী দূরে থাকে।
৪,স্বামী যদি স্ত্রীকে বলে তুমি চাইলে এখন তালাক নিতে পারো,বা চলে যেতে পারো স্ত্রী তৎক্ষনাত স্পষ্ট হ্যা বা না বলেনা,তবে অস্পষ্ট কথায় কিছু বলে যাতে। এবং পরে তালাক নেয় বা চলে যায় তাহলে কি হব
5,কেউ যদি স্ত্রীকে বলে তালাকেএ নিয়তে, 'এজন্য বলছি আমার সাথে সম্পর্ক না রাখতে' এতে কি তালাক পড়বে