আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) কোন বেক্তি যদি উচচারন না করে মনে মনে আল্লাহ ও তার রাসুলকে গালি দেয় তাহলে কি তার ইমান নষ্ট হবে কি?
প্রশ্ন (২) কোন বেক্তি যদি মনে করে কোন একটা কাজ যেই কাজটা সে মনে করতিছে ভালো সেই কাজটা আল্লাহ চাইলে করতে পারে কিন্তু কাজটা যে খারাপ কাজ ঐ লোকটি বুঝতে পারে নাই যা আল্লাহ কখনোই করবেন না। কাজটি যে খারাপ বুঝতে পারে নাই, ভালো কাজ মনে করে মনে মনে ভাবছে আল্লাহ চাইলে এই ভালো কাজটি করতে পারে, এর ফলে ঐ লোকের ইমান নষ্ট হবে কি? যদি ইমান নষ্ট না হয় তাহলে তার কারনটা জানাবেন দয়া করে।