আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,,
১. শায়েখ আমি দ্বীন এর পথে ফিরেছি প্রায় অনেক দিন হলো কিন্তু এর আগে আমার হারাম রিলেশন ছিলো অতীত এ (আল্লাহ মাফ করুন) ,, এখন প্রব্লেম হচ্ছে এই এক কারণ এ আমার দ্বীনের পথে চলা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন বার বার অতীতের ফিতনায় পড়ে যাওয়ার ভয় হয়,,, আমি বিয়ের প্রয়োজন অনুভব করি এবং এটা কথাটা বাসায় বোঝানোর চেষ্টা করেছি ব্যাপার টা আমার মা বুঝলেও বাবা বুঝতে নারাজ,, বাবা কে বোঝানোর অনেক রকম চেষ্টা করা হয়েছে,, কিন্তু তিনি কারো কথা শুনেন না,, উনার এক কথা অনার্স শেষ না হলে বিয়ে দিবেন না,, আর আমার অনার্স শেষ হতে প্রায় এক বছর বাকি,, এদিকে আমার চরিত্র হেফাজতে খুব সমস্যা হচ্ছে,, মা কথাগুলো বাবা কে বোঝানোর চেষ্টা করলেও তিনি বলেন যে এই পরিবেশে তো আরো অনেকেই আছে,,, এক্ষেত্রে আর দোয়া ছাড়া আর কোন উপায় আছে কি আমার জন্য??
২. অনলাইন বায়োডাটা গুলোতে শর্ত থাকে যে অভিভাবকের অনুমতি প্রয়োজন,, এখন যদি বাবার অনুমতি না থাকে শুধু মায়ের অনুমতি থাকে,, সেক্ষেত্রে যদি অনলাইনে কোন বায়োডাটা পছন্দ হয় তবে সেই বায়োডাটাতে যোগাযোগ এর জন্য শুধু মায়ের অনুমতি তে নিজের বায়োডাটা দেওয়া যাবে কি,,??