আসসালামুয়ালাইকুম শায়েখ,
আমার বিশেষ ভাবে অনুরোধ করছি আমাকে সাহায্য করুন, আমি দুটি বিষয় নিয়ে খুব চিন্তিত।
আমি এখন বি. ফার্মেসি পাশ করেছি, কিন্তু রেজিস্ট্রেশন হয়নি। এই রেজিস্ট্রেশন করতে একটু সময় লাগে ২ থেকে ৩ মাস সাধারণ ভেবে, বেশিরভাগ মানুষ কিছু টাকা দিয়ে বের করে নেয়। আবার কিছু মানুষ টাকা দিয়েও ২ মাস এর ও বেশী সময় লাগিয়ে দেই। এই আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমি রেজিস্ট্রেশন টা বের করে ভাড়া দিবো, আর রেজিস্ট্রেশন হলে চাকরির জন্য আবেদন করতে পারবো। তো বিষয় হলো হুজুর আমি কি সামান্য কিছু টাকা দিয়ে কাজ টা করে নিতে পারি?
এর জন্য কি আখেরাতে আমাকে হিসেব দিতে হবে?
এটা কি করা যাবে হুজুর?
২. আর চাকরির যা অবস্থা , খুবই খারাপ। একটা কোম্পানী তে ভাবছি চাকরির জন্য আবেদন করবো, যদি চাকরী টা কিছু কারণে জন্য না হয় , বা কিছু নম্বরে আটকে দেই তাহলে কিছু টাকা পয়সা জোগাড় করে চাকরিটা নিবো। এখন এমনি অবস্থা হুজুর। আখেরাত নিয়ে ভয় হয় আর এইসব দেখে কি করবো বুঝতে পারছিনা। সাহায্য করুন , আমি একটু নিজে পা এ দাড়াতে এই দুটি সিদ্ধান্ত নিয়েছি। আমার এই থেকে রোজগার কি হালাল হবে?এটা করা যাবে হুজুর?
সব কিছু গুছিয়ে বলতে পারলাম না । যে টুকু পারলাম হুজুর বললাম।