১.মুফতি সাহেব, বড় পেরেশানি তে পরেছি..
আজকে হঠাৎ বউ, বাইরে হাটছিলাম, অন্য একটা জায়গায় যাওয়ার জন্য রিশকা ডাকার জন্য বলছিলাম । এর মাঝেই তাকে বলি যে তোমার কিছু কিছু আচরণ সহ্য হয় না, তখন সে বললো,"সহ্য না হলে ছেড়ে দাও না কেনো" আমি বললাম, " আজাইরা কথার জায়গা পাও না".
পরে আবার বললো "সহ্য করতে না পরলে তো ছাইড়া দিতায়" / "সহ্য করতে না পারলে ছাইড়া দেও না কেরে " (এই দুই কথার এক কথা, বা ইরম ই কোন কথা বলেছে, যা তার আমার কারোর ই পরিষ্কার মনে পরছে না)।
তার পর আমি বলি, "আচ্ছা, রিশকা ডাকো"।
এই "আচ্ছা" তার ওই কথার জাবাবে, অর্থাৎ ছেড়ে দেওয়া নিয়ে ২য় কথাটির জবাবের নিয়তে বলি নাই। আমরা অনেক সময় বলি না? যেমন "আচ্ছা,অমুকের কি খবর" বা "আচ্ছা, চলো ঘুরে আসি এইরকম কথা প্রসঙ্গে বলেছিলাম। জবাব দেওয়ার পর মনে হলো আচ্ছা কি তার দ্বিতীয় প্রশ্নের জবাব হয়ে গেলো কি না। এর পর থেকে ভাবনায় আছি।
আমাদের সহবাস হয় নি, তবে একত্রে বিভিন্ন ঘনিষ্ঠ সময় পার করেছি, সরাসরি যৌনাঙ্গ ছাড়া অন্য অংশ থেকে ফায়দা নেওয়া হয়েছে।
এখন আমাদের উপর কি তালাক পতিত হয়েছে?আমাদের কি করনীয়?
২. তালাক পতিত হয়েছে ভেবে কেও যদি রজু করার নিয়তে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয় না কথা বলে তবে কি তা পতিত হয়?