(১)একা নামায পড়াকালীন সময়ে যদি ওযু ভেঙে যায় তাহলে ওযু করে এসে আবার প্রথম থেকে শুরু করতে হবে নাকি যেখানে ছিলো ওইখান থেকে?
(২)যদি কিরাত পড়াকালীন /সিজদার সময় ওযু ভেঙে যায়,তাহলে ওযু করে এসে তাকবির তাহরিমা দিয়ে তারপর সরাসরি আবার কিরাতের বাকি অংশ/ সেজদায় চলে যাবো?নাকি তাকবির লাগবে না,ওযু করে এসে সরাসরি কিরাত শুরু করব/সিজদাতে চলে যাবো?