আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার বিয়ের পর আমি আমার স্বামী আলাদা বাসায় আছি, আমার শ্বশুর শাশুড়ি ও আরো দুই ভাসর আছেন। তারা এক বাসায় থাকেন, সেখানে আমার স্বামী ও বিয়ের আগে থাকতো। পর্দার বিধান এর জন্য আলাদা বাসা নেওয়া।
তো, আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথেও থাকেন, ওই বাসায় থাকেন।
যাই হোক, ঐ বাসায় অনেক আগেই আমার স্বামী টিভি কিনছিলেন, তার নিজের টাকায়।
উনি তো টিভি দেখেন না। অন্যরা দেখেন, ওয়াজ, কুরআন তিলাওয়াত, নাটক সিনেমা সব ই দেখে।
আমার কথা হচ্ছে এর জন্য আমার স্বামী কি গুনাহর ভাগীদার হচ্ছেন না???
আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন গুনাহ্ যদি হয়ে থাকে এর জন্য তাহলে এই টিভি কি বিক্রি করে দেওয়া যাবে? এতে করেও তো অন্য কেউ গুনাহ্ করবে, আমরা এইটুকু তো বুঝি, তো বিক্রি করলেও কী ওভাবেই গুনাহ্ হবে?
নাকি এইটা ভেঙে ফেলতে হবে???
কি করা উচিত? গুনাহ্ হোক কোনোভাবেই চাই না।
পরামর্শ দিয়ে সহায়তা করবেন ইং শা আল্লাহ্!!