আসসালামুআলাইকুম হুজুররা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন।
আমি আলিফ, ছদ্মনাম, ২৭। আমি ওয়াসাওয়াসায় আক্রান্ত। তবে শরীয়ত সেটার মাত্রা কতটুকু বলবে সেটা আমার জানা নেই। আমার ধারনা মোটামুটি ভালো বলা যায়। মাঝেমধ্যে বাড়ে, আবার কমে, এটা আমি বুঝতে পারি। আমি হাত নাপাকি হাত ধুয়েছি কিনা ভুলে যায়। ইস্তিনজা, গোসল, অযুর সময় কোনো অঙ্গ ধুয়েছি কিনা ভুলে যায়, সন্দেহ হয়। তাই মনে রাখার জন্য মুখ দিয়ে শব্দ উচ্চারন করে করে ধুয়। তাও মাঝে মধ্যে ভুলে যায়। এরকম নাসাজসহ আরো বিভিন্ন বিষয়ে ওয়াসাওয়াসা।
এরকম আরেকটি সমস্যা হলো, নামাজে নিয়ত বাধার সময় আল্লাহুআকবর ঠিকমত বলেছি কিনা। ঠোঁট নেড়ে উচ্চারন করলে ভুলে যায়, আল্লাহুআকবর বলেছি কিনা, বা বললেও ঠিকমত উচ্চারণ করে বলেছি কিনা। এজন্য শব্দ করে তাকবির বাধতে চায়। কিন্তু পাখার শব্দের কারনে কানে আওয়াজ আসে না, তাই ভুলে যায়। একাকী নামাজ পড়লে অনেক সময় এভাবে অনেকবার নিয়ত ছাড়ি আর বাধি। কিন্তু জামায়াতের সাথে তা পারিনা। ফলে সন্দেহের কারনে কদাচিত সেই নামাজ একাকি পড়ি পরে। জামাতে নামাজে নিয়ত বাধার আগে কিছুটা আতংকে থাকি যদি আল্লাহুআকবর ঠিকমত না বলতে পারি!!
আজ জুমআর নামাজের সময় আল্লাহুআকবর নিয়ে সন্দেহ হয়। সন্দেহ টা এরকম মনে হলো 'আল্লা' শব্দের মধ্যে কোথাও একটা বাঁধা পড়লো। "হুআকবর" ঠিক ছিলো। মনে হলো যেনো আল্লা'র জায়গায় 'আরলা' বললাম; তবে আমি শিওর না। তবে এটা মনে হলো হয়তো গলায় কফের কারনে, শুধু আল্লা শব্দে কিঞ্চিত একটা বাঁধাপ্রাপ্ত হয়েছে বলে মনে হলো।
কিন্তু আশেপাশে লোকের কারনে লজ্জায় নতুন করে নিয়ত বাধি নাই। তারা কি মনে করবে।
এভাবে নামাজ শেষ করি। *এটা কি আমি ওয়াসাওয়াসা ধরবো?
*আশেপাশের লোকের জন্য নতুন করে নিয়ত না বাধার কারনে কি গুনাহ হবে?
*বা আমার ওয়াসাওয়াসা জন্য উচ্চারনে ভুল আল্লাহ কি আমাকে এটার জন্য ছাড় দিয়ে মাফ করে নামাজ কবুল করবেন?
জাযাকাল্লাহ খাইরান।