আমি এ বছরের শুরুতে চাকরির বিষয়ে ইস্তেখারা করি। কতগুলো হালাল বা জায়েজ চাকরি গুলোর মধ্যে আমার কোনটি বেছে নেওয়া উচিত সেই বিষয়ে ইস্তেখারা করি। এটি করার সময় আমি বারবার ইস্তেখারা দোওয়ার মাঝে যেখানে নিজেদের ইচ্ছা উল্লেখ করতে হয় সেখানে আমি বারবার এই কথাই বলেছি যে, "একটা লম্বা সময় চাকরির জন্য চেষ্টা করার পরে যদি এমন হয় যে আমি চাকরিতে ব্যর্থ হয়ে গিয়েছি, সফল হতে পারেনি, তাহলে আমি হয়তো ডিপ্রেশনে চলে যাব বা আমার ঘুরে দাঁড়ানোটা কঠিন হয়ে যেতে পারে। তাই আল্লাহর যদি এই কাজগুলোর মধ্যে যে কাজটিতে আমি সফল হতে পারব শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবো আমি এবং যে কাজটি দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো হবে সেই কাজটির দিকে আমার মনের স্থির করে দিন না হয় মন ঘুরিয়ে দিন।"
টানা প্রায় পাঁচ-ছয় দিনের ইস্তেখারার পরে আমি দেখলাম আমার মন একটি চাকরির দিকে প্রচন্ড আকর্ষিত হচ্ছে এবং সম্ভবত ষষ্ঠ ইস্তেখার পরে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি চাকরির পরীক্ষা দিচ্ছি।
তো এই ফলাফলের পর আমি চাকরির জন্য চেষ্টা করতে থাকি কিন্ত কয়েক মাস পরে যখন আমার চাকরি রেজাল্ট আসে তখন আমি দেখলাম আমি বাদ পড়ে গেছি।
আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমি আমার ইস্তেখারার মধ্যে বারবার উল্লেখ করেছিলাম যে যদি সফল হতে পারি এবং যদি দুনিয়া এবং আখেরাতের জন্য ভালো হয় তবেই যেনো আল্লাহ আমার মন ঐ কাজের উপর রাখেন। এবং ফলাফল দেখে মনে হয়েছে যে আল্লাহ আমি যে কাজের জন্য চেষ্টা করেছিলাম সেই কাজের উপরেই মনে রেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমি বাদ হয়ে গেলাম। এ বিষয়টা কেন হয়েছে এ বিষয়ে যদি আমাকে কিছু ধারনা দিতেন।
(বি. দ্র: (i) চাকরিটি বিমানবাহিনীর ছিল, ব্যাংকিং নিয়ে যেভাবে হারাম বলা হয়, সেভাবে এই চাকরি নিয়ে হারাম বলতে দেখিনি বরং অনেক বড় আলেমকে উৎসাহিত করতে দেখেই ইস্তেখারার সিদ্ধান্ত নেয়া (ii) আল্লাহ যে সিদ্ধান্ত দিতেন আমি সেই সিদ্ধান্তই মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম (iii) ইসতেখারার পর কয়েক মাস পরে চাকরিতে অংশ নেই, মাঝের এই কয়েক মাসে এই বিমানবাহিনী চাকরির অনেক কিছু যেটা কঠিন ছিল সেগুলা সহজ করে দিয়েছিলেন আল্লাহ, তাই ধরেই নিয়ে ছিলাম আল্লাহ তাহলে সত্যি সত্যিই এটিই চান। তবে, শেষে বাদ হয়ে গেলাম কেনো?
(iv) ভালো খারাপ কোনটা আমার জন্য, সেটা তো আল্লাহ আগে থেকেই জানতেন, তবে আমার অভাবে বলে দোয়া করার পরও কেনো এই চাকরি থেকে মন সরালেন না?
(V) গুনাহ এর কারণে কি ইসটেখারার রেজাল্ট কয়েক মাস পর চেঞ্জ হওয়ার সুযোগ আছে?
(Vi) আমাদের সফল হওয়ার জন্য পর্যাপ্ত চেষ্টা না করা কি কোনো কারণ হতে পারে ইস্তেখারার রেজাল্ট চেঞ্জ হওয়ার?