ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি যদি কোনো ফেইসবুক গ্রুপ খুলেন, এবং সেখানে যদি কোনো ধর্মাবলম্বী তার ধর্মীয় প্রতীক বা চিহ্নখচিত কিংবা পুতুল, ভাষ্কর্য এমন কিছু বিক্রির পোস্ট দেয়, অথবা কোন মেয়ে শাড়ি বিক্রির পোস্ট দিয়েছে আর ছবিতে একটা মেয়ের ছবি দেয়, যেখানে নারী শাড়ি পড়ে থাকে।
এক্ষেত্রে আপনার করণীয় হল,
আপনি গ্রুপ রুলসে বলে দিবেন,
এখানে নেশাজাতীয় কিংবা ক্ষতিকারক কোন খাদ্যদ্রব্য বিক্রি করা যাবে না।এব কোন প্রণীর ছবি ব্যবহার করা যাবে না।এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো কিছুই ব্যবহার করা যাবে।অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোনো জিনিষ ব্যবহার করা যাবে না।
এরপরও আপনার রুলসের উল্টো জিনিষ কেউ ক্রয়-বিক্রয় করলে এক্ষেত্রে আপনার কোনো গোনাহ হবে না।কিন্তু আপনি যদি রুলস বলে না দেন, তাহলে আপনি অন্যায়কাজে সাহায্যকারী হিসেবে পরিগণিত হবেন।