আমি একজন মেডিকেল ছাত্র,আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মাহরাম মেইনটেইন এবং নজর হেফাজতের চেষ্টা করি,, আমার জীবনে আলহামদুলিল্লাহ কোনো হারাম সম্পর্ক নেই,এমতাবস্থায় আমার পরিবার আমার বিয়ের জন্য তৎপর হয়,আলহামদুলিল্লাহ পাত্রী ঠিক হয় এবং কথাবার্তা আগায়,এক পর্যায়ে আমি পাত্রী দেখি এবং একটি নির্দিষ্ট দিনে আমাদের দুজনের মধ্যেই বিয়ে দ্বীন দর্শন নিয়ে অনেক কথোপকথন হয় বিয়ের প্রস্তুতি হিসেবে, এরপর থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি,পাত্রী নিজেও মাশাল্লাহ দ্বীনদার,,যেহেতু বিয়ে প্রায় ঠিক ছিল,এজন্য বিয়ের প্রস্তুতি স্বরূপ আমি বিভিন্ন পড়াশোনা শুরু করলাম শরঈ সীমারেখার মধ্যেই, আমি কখনো পর্ণগ্রাফি দেখিনি এবং আমার কোনো ধরনের অভিজ্ঞতা নেই,এজন্য আমি বেশ জোরেশোরে পড়াশোনা ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করলাম,, পাশাপাশি পাত্রীর সাথে সেদিনের কথাবার্তা এবং দেখাসাক্ষাৎ এর দরুন আমার মধ্যে বেশ দুর্বলতা চলে আসে,,সামনে আমাদের দুজনেরই ফাইনাল পরীক্ষা এজন্য বিয়েটা ৪/৫ মাস পর হবে ইনশাআল্লাহ,, কিন্তু সমস্যা হচ্ছে উপরিউক্ত দুইটি কারণে আমার অন্তরে বারবার যৌন উদ্দীপক চিন্তাভাবনা আসতেছে এবং চোখ বন্ধ হলেই আজেবাজে কল্পনা আমাকে ঘিরে ফেলছে,,অতিরিক্ত ফ্যান্টাসির জন্য আমি পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছি না,, নিদারুণ যন্ত্রণায় ভুগছি,,বারবার আল্লাহর কাছে সাহায্য চাইছি,,কিন্তু এটা কেমন যেন এক যন্ত্রণা, সুদীর্ঘ অপেক্ষা যেন শেষ হওয়ার নয়।আমার সাথে মেয়েটির সবধরনের যোগাযোগ বন্ধ এখন। আমি আশংকা করছি আমার অন্তরের জিনা হচ্ছে কিনা,,আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেখান থেকে বেরও হতে পারছি না,, উস্তায দয়া করে কিছু দিকনির্দেশনা দিন,,আমার কি অন্তরের জিনার জন্য তওবা করা জরুরী এবং এধরণের কল্পনা থেকে নিজেকে পবিত্র রাখার জন্য কি করতে পারি? জাযাকুমুল্লাহ খাইরান।