আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
316 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (48 points)
edited by
1.hujur apnake ai niye onkbar question  kora hoise..kinto amr vitor theke sondeho jasse na...ami apnake bisoita khuila boli apni amk siddanto din ami ki korbo

 bosor ager gotona...ami shushur k akdin mathai tel diya disilam...amr take dekhle amnitei onk lozza kore...tel dewar somoi o halka lozza r uneasy lgtesilo ata amr sposto mone ase...amr besi somvob mone hoitese amr kono uttejona  hoi nai...asole meyeder uttejona buja muskil..ami ata buji na...jokhon theke masala sunsi tokhon theke mone hoitese j hoisilo naki..ami ai bisoi sondihan..r shushurer uttejona hoisilo naki ami jani na...tar hoite pare.. take jigges korao somvob n... onk pereshanite asi ai niye....amr jototuko mone hoi ami tokhon amr babar mathai tel dewa matha tipano aisob niya kotha boltesilam....tokhon jodi uttejona hoiya thake ami to ai bepar a akhon sondihan akbar mone hoi savabik silam abar mone hoi  hoisilo naki..ami pagol hoiya jaitesi...akhon amr ate ki husband haram hoiya jabe

2..uttejona amr amnite o kokhono savabik vabe hoi na ami jototuko jani...naki ami uttejona bepar tai bujte partesina...sohobas korar jonno mone sorire j probol essa hoi seta ki uttejona??

Sohobas korar somoi j onuvhuti hoi tare niye oita onuvob kora??
3.Amr 80%mone hoitese ami savabik silam abar mone hoitese kono kharap kisu hoisilo naki..arokom sondehe ki hurmote musaharat hobe

4.jodi sorasori lozzasthan na dekha jai kapor er opor diya akar onuman kora jai taile ki uttejonar sathe takanor dara hurmote musaharat  hobe

5.kew jodi ahle hadis onushari thake tar jonno ai bidhan na manle ki se gunahgar hobe?

1 Answer

0 votes
by (564,060 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছে 

أخبرنا إسماعیل بن عیاض، حدثنا سعید بن أبی عروبة، من قیس بن سعید، عن مجاهد في الرجل یفجر بالمرأة قال: إذا نظر إلی فرجها فلا یحله له أمها ولا بنتها، أخرجه محمد في الحجج أیضًا ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۲

যার সারমর্ম হলো যদি কেহ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে সেই মহিলার মেয়ে বা তার মাকে সে কোনোদিন বিবাহ করতে পারবেনা।

ই'লাউস সুনান ১১/১৩১

أخبرنا أبوحنیفة، عن حماد، عن إبراهیم، قال: إذا قبل الرجل أم أمرأته أو لمسها من شهوةٍ حرمت علیه امرأته، أخرجه محمد في الحجج ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۱)

যার সারমর্ম হলো কেহ যদি তার শাশুড়িকে চুম্বন করে,অথবা উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে স্ত্রী তার উপর চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে।      

হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে।

শর্তগুলো হল,
১–

সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।

فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة
وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

যার সারমর্ম হলো যদি কাপড় পরিধান অবস্থায় হয় তাহলে যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। 
তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে।   

( যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে,যেটা শরীরের গরমি ভাব অনুভব হয়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবে। ) 

অন্যথায় হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।     

২–

স্পর্শ করলে পুরুষ মহিলা যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।

পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হল গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।

وفى رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،
وفى الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى
وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)  
সারমর্মঃ
উত্তেজিত হওয়ার সীমা হলো লিঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।
মহিলাদের ক্ষেত্রে কলব তথা অন্তর কেঁপে উঠা, আগে থেকেই কেঁপে উঠে থাকলে স্পর্শ করার পর কাঁপা বেড়ে যাওয়া। 

৩-
স্পর্শ,দৃষ্টিপাত করার সময় উত্তেজিত হতে হবে। 
আগে বা পরে উত্তেজিত হলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।      

وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما
وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)

যার সারমর্ম হলো স্পর্শ,দৃষ্টিপাত করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। 

বিস্তারিত জানুনঃ 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,

(০১)

প্রশ্নের বিবরণ মতে আপনার পক্ষ থেকে হুরমত সাব্যস্ত হওয়ার শর্ত পাওয়া যায়নি। আর আপনার শশুরের উত্তেজনা উঠার মতো স্পর্শ বা ভাব ভঙ্গিমাও আপনি দেখেননি। তাই আপনি নিশ্চিত থাকুন যে এক্ষেত্রে হুরমতে মুসাহারাত প্রমানিত হয়নি। আপনার হাসবেন্ড আপনার জন্য হারাম হয়নি। আপনি নিশ্চিন্তে ঘর সংসার চালিয়ে যেতে পারেন। 


তবে সে সময়ে যদি আপনার শশুরের স্পর্শ বা তার ভাব ভঙ্গিমা দেখে তার উত্তেজিত হওয়ার বিষয়টি নিশ্চিত ভাবে আপনি বুঝতে পারেন,সেক্ষেত্রে আপনার জন্য করনীয় হলো হুরমতে মুসাহারাহ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে।যা আপনি উক্ত লিংকে পাবেন।
প্রশ্নে উল্লেখিত ছুরতে উপরোক্ত হুরমতের মাস'আলার সমস্ত শর্ত সম্পর্কে যেভাবেই হোক পূর্ণ ভাবে আপনার শশুরকে অবগত করতে হবে,মাসয়ালাটি দেখাতে হবে।

আপনার শশুর হুরমতের মাস'আলা পড়ার পর যদি কিছু না বলে, তাহলে আপনাদের স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।

(০২)

হ্যাঁ, সেটা উত্তেজনা।

(০৩)

এরকম সন্দেহ হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবেনা। 

(০৪) 

না,এতে সন্দেহ হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবেনা। 

(০৫)

তাদের মতে এভাবে হুরমতে মুসাহারাত প্রমানিত হয়না।সুতরাং তাদের অনুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন। সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...