১. স্ত্রী তার স্বামীকে বলল,
"শুনো, কেউ যদি তার স্ত্রীকে বলে, তুমি ওইকাজ করলে তালাক, তাহলে স্ত্রী সেই কাজ করলে কিন্তু সাথে সাথেই তালাক হয়ে যায়"।
তারপর স্ত্রী স্বামীকে এইভাবে জিজ্ঞাস করলো-
"তুমি যখন বলেছিলা মামার বাড়ি গেলে তালাক বলবা, তখন তোমার মনে কি এমন নিয়ত ছিল মামার বাড়ি গেলে সাথে সাথে তালাক হবে?"
স্বামী উত্তরে বলে- "নাহ। এমন নিয়ত ছিল না।"।
স্বামী-স্ত্রীর এইভাবে আলোচনার জন্য কি সেটা তালাকের মজলিস হবে?
২. তালাকের মজলিশে, স্বামী যদি নিয়ত ছাড়া কেনায়া তালাকের মিথ্যা স্বীকারোক্তি দেয় তাহলে কি তালাক হয়?