আসসালমুআলাইকুম শায়েখ।
আমি একটা বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে চিন্তিত, বলতে গেলে প্রায় মানসিক রুগী হয়ে গিয়েছিলাম।
বিশেষ ভাবে অনুরোধ করছি বিষয় টা একটু ধর্যো ভাবে পড়বেন।
* আমার একটা বন্ধু আছে, বর্তমানে তার সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ হয়ে গিয়েছে। বিষয় হলো আমার বন্ধু ১ বছর আগে বাড়ি থেকে চুপ করে একটা মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল। তার পর কিছু দিন বাইরে থেকে , ছেলের বাড়ি থেকে তাদের কে ডেকে বলে তোরা বাড়ি চলে আয় আমরা মেনে নিবো। তার পর ৩ মাস তারা ভালো ভাবে ছিল কিন্তু হটাৎ তাদের বাড়ি থেকে মেয়ে কে মেনে নিচ্ছে না, ব্যক্তি গত কারণ যা আমি নিজেও জানিনা।
এমন সময় একদিন মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ি আসে এবং এই বিষয় নিয়ে কথা হতে হতে মারা মারি শুরু হয়ে যায়। জামাই শশুর এবং শাশুড়িকে মারে । যার ফলে পুলিশের কাছে সালিশ বসে । যাতে আবার সম্পর্ক টা ঠিক করা হয়।
কিন্তু সেই সালিশ এ মেয়ে টি বলে তার স্বামী নাকি তাকে ভীষণ ভাবে অত্যাচার করত।
এইসব এর পর ও সময় দেওয়া হলো হয়ত সম্পর্ক টা ঠিক হবে কিন্তু ছেলের বাড়ি থেকে মেনে নেয়নি।
**
যে কদিন সময় দিয়েছিল এর মধ্যে মেয়েটা আমার মাধ্যমে তার স্বামীর কিছু খবর নিতো ও আমার সঙ্গে গল্পঃ করতো।
আমার বিয়ে হয়েছিল না তখন আমিও একটু দুর্বল হয়ে কথা বলেছি সেক্স্যুয়াল ভাবে। দিয়ে ভয় হয়ে যায় এই বিষয় যদি বন্ধু জানে তাহলে খারাপ হয়ে যাবে এই নিয়ে চিন্তা করতে করতে মানসিক রোগী হয়ে গিয়েছিলাম ।
***
এখন বিষয় হলো বন্ধ সবই জানে, আমাকে এতদিন কিছু বলেনি। আখন আমাকে ফোনে করে নানা রকম ভাবে খারাপ কথা বলছে , আমি তাকে কিছু বুঝিয়ে বলার চেষ্টা করেছি সে আমাকে ভীষণ খারাপ ভেবেছে।
আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি আমি তার wife এর কাছে ক্ষমা চেয়েছি।
এখন তার কাছে মাফ চাইছি , সে আমার কোনো কথাই শুনছে না সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে আমার সঙ্গে।
১. তাদের সম্পর্ক আগে থেকে খারাপ ছিল , আমার দ্বারা কোনো সম্পর্ক নতুন করে খারাপ হয়নি, বন্ধু সেই বিষয় টা জানার পর কি হয়েছে জানিনা।
আমি খুব কষ্ট পাচ্ছি সে যদি মাফ না করে , আল্লাহ কি আমাকে মাফ করবেন?
হুজুর আমি মানসিক ভাবে খুব চিন্তিত হয়েছি,
আল্লাহর কাছে খাস দিলে তৌবা করলে আমায় কি আল্লাহ মাফ করবেন?