আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,, আমি দ্বীন এর বুঝ পেয়েছি ২ বছর আলহামদুলিল্লাহ,, এই দুই বছরে আমি নিজেকে অনেক ভাবে বদলানোর চেষ্টা করেছি,, দুই বছর আগে আমার এক ছেলের সাথে হারাম সম্পর্ক ছিলো ( আল্লাহ মাফ করুন) আমি তাকেও ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ,, এই দুই বছর অনেক স্ট্রাগল করেছি নিজের নফসের সাথে বিয়ের প্রয়োজন অনুভব করলে বাসায় অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তাদের কথা এমন যে তুমি একাই দ্বীন মানো আশেপাশে অনেকেই আছে তারাও তো বিয়ে ছাড়া আছে তবে তোমার কি প্রব্লেম,, তারা আমার সমস্যা কোনদিন বোঝার চেষ্টা করেনি,, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি,, তাদের ইচ্ছা অনার্স শেষ এ আমার বিয়ে দিবে এমন,, আমার অনার্স শেষ হতে এখনো এক বছর বাকি আর ইদানীং আমার জন্য এ ব্যাপার টা আরো কঠিন হয়ে গেছে,, আমি আবার অতীতে জড়িয়ে যাবার সম্ভাবনা অনুভব করি, আমি প্রচুর যুদ্ধ করছি নিজের সাথে,, আমার মনে হয় হালাল উপায়ে একজন সংগী আমার খুব প্রয়োজন ,, এদিকে আমার বাবা আমার বিয়ের কথা শুনতেই চাননা এখনো যত বিয়ের প্রস্তাব আসে উনি খোজ অব্দি করেন না উনার একটাই ইচ্ছা আমার পড়ালেখা শেষ হোক,, কিন্তু আমার জন্য পথচলা সত্যিই অনেক কঠিন হয়ে গেছে আমি এখন কি করতে পারি শাইখ জানাবেন প্লিজ,,