আমি অনেক আগে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করেছিলাম। বর্তমানে সেটিতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে এবং সেটিতে বিজ্ঞাপণের মাধ্যমে আয় হয়। কিন্তু, ওয়েবসাইটে নাকি বিজ্ঞাপণ দেখিয়ে আয় করা হারাম, যদিও আমি সেনসিটিভ অ্যাড ক্যাটাগরি গুলো ব্লক করে দিয়েছি। কিন্তু তবুও, একটি সন্দেহ থেকেই যায়।
এমন অবস্থায়, আমি আমার ওয়েবসাইট এবং অ্যাডসেন্স একাউন্ট বিক্রি করে দিতে চাচ্ছি। আমি যদিও এটি বিক্রি নাও করতে পারতাম, কিন্তু আমার এই সাইটটি ডিজাইন করতে অনেক টাকা গিয়েছে এবং নিজেরও কিছুটা পরিশ্রম হয়েছে। আর আমি এখন ওয়েবাসাইট বিক্রি করলে, সেই ব্যক্তির কাছেও বিজ্ঞাপণ দেখাবে, যদি সে বিজ্ঞাপণ চালু করে রাখে। এক্ষেত্রে, আমার ওয়েবসাইট বিক্রির টাকা হালাল হবে কি?
আমি হারাম থেকে নিজেকে বাঁচানোর জন্য ওয়েবসাইটটি বিক্রি করে দিতে চাচ্ছি। যদিও, সেই ওয়েবসাইটের পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে।