আসসালামু 'আলাইকুম
মজা করে মিথ্যা কথা বলাকে ইসলাম সমর্থন করে না। (আল্লাহর লানত)
উপরন্তু যে মজা করেও কখনও মিথ্যা বলে না,তার জন্য পুরষ্কারের ঘোষণা রয়েছে।
মজা করে নিউজ করা
এখন কথা হলো উপরে দেওয়া লিংকে একটা ছবি দেওয়া আছে, এরকম নিউজ যার কথা/কন্টেন্ট পুরোপুরি সত্য, জাস্ট নিউজ পেপারে পাবলিশ হয় নি, এডিট করা। এরকম জিনিস "বিবেকবান" শুধুমাত্র নিজ বন্ধু বান্ধবের কাছে মজা করে "ছোট্ট ম্যাসেনজার গ্রুপে" শেয়ার করা যাবে কিনা? হারাম নাকি মাকরুহ? নাকি জায়েজ?
বিদ্র: এটা দেখে কেউই বিভ্রান্ত হবে না যে এটা আসলেই জাতীয় দৈনিকে নিউজ হয়েছে। বরং যাদের কাছে শেয়ার করা হয়,তারা সবাই বুঝে এবং জানে যেটা এডিট করা(ইনস্পেক্ট করে করা)।
ভিতরের ছবি,টাইটেল,লেখা সবই সত্য, জাষ্ট নিউজ পেপারের লোগো এবং নাম মিথ্যা।
এমনটা করা যাবে কিনা?
কিংবা এরকম কিছু শেয়ার করে যদি পাশাপাশি বলেও দেওয়া হয়, এটা এডিট করা, তাহলে কি বিধান?