আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,,,, আমি করনা চলাকালিন সময়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে দ্বীনের ব্যাপারে জানতে শুরু করি,, হুট করে একদিন এমন একটা স্বপ্ন দেখলাম এর পর থেকে অনেক খারাপ লাগে,,,একজন আমার চেয়ে বয়সে অনেক বড় পির যে কিনা মারা গেছে তাও ৩-৪ বছরের বেশি মনে হয়,,,ছোট থেকে আমার আব্বু ঐ পরিবারে বড় হয়েছে এবং আমাদের সবসময় তাদের অনেক সম্মান ও মেনে চলার আদেশ দিতেন,,, যারা মাজারে বিশ্বাসী এবং নামাজ রোযা নিয়েও এতও সিরিয়াস হতে দেখি নাই কখনও,,, এমন লোককে দেখি স্বপ্নে আমার সাথে বিয়ের কথা বলছে এবং আমিও অনেক খুশি হয়ে তাকে বিয়ে করছি,, সবচেয়ে ভয়ানক ছিলো আমি দেখলাম আমি তার সাথে বিয়ের পরে শারিরীক সম্পর্ক করতছিলাম,,,আমি ওই সময়ে এরকম কোন বিষয়ে কখনও চিন্তাও করতাম না,,,,তাও হঠাৎ করে এমন একটা স্বপ্ন দেখলাম ভেবে এখনও স্বাভাবিক হতে পারিনাই,,, আমি তো জানতাম ওনি শিরক করত,,তেমন রোযা রাখতো না অসুস্থতার জন্য,,, আমি যতদুর জানি,, আর মানুষ ওনার পা ধরে সালাম করত,,,চুমা খাইত,,,এমন মানুষ এর সাথে এইটা দেখলাম,, স্বপ্নে ওনি অনেক খুশি ছিল,,, দয়া করে আমার প্রশ্নের উত্তর দেন,,, আমার খুব অস্থির লাগে৷।।