হাদিস শরিফে এসেছে,
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
সুতরাং দেব দেবীদের নাম জাতীয় শব্দ দ্বারা সম্বোধন করা যাবে না। কাউকেই সম্বোধন করা বৈধ হবে না। কারণ,এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মবিশ্বাসমূলক পরিভাষা।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এটি হালাল হবে।
(০২)
এক্ষেত্রে এসব বই পড়া যাবে।
(০৩)
এক্ষেত্রে যেহেতু আপনি তাহা পড়ছেননা।
তাই আপনার গুনাহ হবেনা।
তবে অন্য কাহারো পড়ার সম্ভাবনা থাকলে সেটি তাকেও রাখা যাবেনা।
(০৪)
অংশটুকু পড়লেই শিরক হবেনা।
তবে শিরক মোতাবেক বিশ্বাস স্থাপন করলে শিরক হবে।
(০৫)
ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু বলা যাবে।
চিকিৎসার প্রয়োজনে জায়েজ আছে।
(০৬)
চিকিৎসকের কাছে প্রয়োজনের ভিত্তিতে প্রকাশ করা যাবে।
(০৭)
না,এটি লুকানো হারাম হবেনা।
(০৮)
এটি লুকানো যাবে।
তবে কেহ জিজ্ঞাসা করলে (যে কাজ গুনাহ নয়) সেটি বলে দিতে হবে।
মিথ্যার আশ্রয় নেয়া যাবেনা।
(০৯)
আপনি ঈমানদার হবেন।
তবে পাক পবিত্রতা আপনার মধ্যে না থাকলে ঈমান সহ অনেক নেক আমলের ক্ষেত্রে বিষয়টি আপনার জন্য ক্ষতিকর হবে।
(১০)
এতে শিরক হবেনা।
(১১)
শিরক হবেনা।
(১২)
কাউকে ধন্যবাদ বলা যাবে।
(১৩)
এতে শিরক হবেনা।
তারা আদেশ করলেও কাজটি আপনার উপর নাজায়েজই থাকবে।
এক্ষেত্রে তাদের আদেশ মানা যাবেনা।