আসসালামু আলাইকুম,
আমার স্বামী আমাকে তালাকের অধিকার দিয়েছেন। আমার বাবার ইনকাম হারাম।বিয়ের আগে আমার স্বামীকে সেটা জানানো হয়নি।বিয়ের পর এটা বলার পর থেকে উনি আমার সাথে ভালো আচরণ করছেন না। ওনার হয়ত ইচ্ছা ছিল আমার পরিবার থেকে কিছু গ্রহণ করার।
আমি আজকে ফজরের নামাযের পর দুয়া করার সময় বলছিলাম, "এই মানসিকতার (mind) কারো সাথে সংসার করা যায়না।" আমি এই কথাটা বলেছিলাম এইটা ভেবে যে এরকম মানসিকতার স্বামীরা বউকে কষ্ট দেয়। কিন্তু তালাকের উদ্দেশ্যে বলিনি।
১. এই কথার মাধ্যমে কি তালাক হওয়া সম্ভব?
২. যদিও তালাকের উদ্দেশ্যে কথাটা বলিনি।কিন্তু কোনো স্ত্রী, যাকে স্বামী তালাকের অধিকার দিয়েছেন সে যদি এই কথাটা তালাকের উদ্দেশ্যে বলে তাহলে কি তালাক হবে?
প্লিজ জানাবেন।
জাযাকুমুল্লাহু খাইরান।