আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১,নামাজে মধ্যে কেউ মুখ দিয়ে নিশ্বাস ছাড়লে বা ফু দিলে নামাজ নষ্ট হবে কি?
২,অনেকেই ইমামের সালাম ফেরানোর আগেই সালামের শব্দ সমূহ শেষ করে,কিন্তু ঘাড় বাকাই রাখে,এতে নামাজ নষ্ট হবে কি?! অথবা আগেই শব্দ শেষ করে ঘাড় সোজা করে এতে নষ্ট হবে কি?
৩,ধরুন,আমি ইমামের সহিত নামাজ শুরু করেছি,মাঝখানে ২য় অথবা ৩য় রাকাতে আমি রুকুতে যেতে এত লেট করলাম যে যাওয়ার আগেই ইমাম সাহেব রুকু থেকে সোজা হলেন তাহলে কি আমার অই রাকাত মিস হিসেবে গণ্য হবে? একইভাবে অন্য কোনো রুকন যেমন ১ম সিজদা থেকে উঠতে উঠতে তার আগেই ইমামের ২য় সিজদায় চলে যাওয়া।
৪,আপ্নারা বলেছেন নামাজে দুই সিজদার মাঝে ঘাড় মাথা পিঠ এসব সোজা রাখতে হবে, কিন্তু
ক. দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে তাকাতে হলে মাথা কিছুটা বাকা হয়।
খ, অনেকে সাধারণ ভাবেই মাথা ও পিঠ ঝুকে হাটাচলা করে,এটাই তার সাধারণ অবস্থা। ত নামাজেও সাধারণত উনারা এভাবেই থাকেন।তবে তারা দুই সিজদার মাঝে স্থির হন এভাবেই,মানে পিঠ কুজো, মাথা ঝুকে রেখেই।
গ,আবার অনেক লোক কে,যেমন আমাদ আম্মুকে দেখেছি এম্নিতে সোজা হয়ে হাটে কিন্তু নামাজে খুশুখুযু আনার জন্য হাল্কা ঝুকে থাকে।যেমন টি প্রতাপশালী রাজার নিকট কোনো প্রজা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে ওমন।
এসব ক্ষেত্রে কি তাহলে নামাজ হবেনা?
৫,কেউ যদি তার স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য বলে তুমি নামাজ না পড়লে আমাদের বিচ্ছেদ হতে পারে/হবে।আলিম রা ফাতওয়া দিতে পারেন যে সংসার করা জায়েজ না।এরপর স্ত্রী যদি বলে সত্যি কি তাই? স্বামী যদি বলে হ্যা/হতে পারে।এসব কথা যদি ভয় দেখানোর জন্য বলি তালাক হবে?
৬,স্ত্রীকে তালাক দেয়ার নিয়তে মেসেজ ব্লক দিলে কি তালাক হবে?
৭,আপ্নারা বলেছিলেন গোসল করার সময় কিছু পানি প্রসাব দ্বারে ঢুকে আবার বের হলে তা অযু ভংগ হবেনা।অনেক সময় প্রসাব ভেতরে থাকে রগেদেখা যায় কিন্তু যত ঝাকাঝাকি হোক তা বের হবেনা বাইরে।এমতাবস্থায় গোসল করলে গোসলের পানি কিছুটা ভিতরে ঢুকলেত অবশ্যি তা অই প্রসাবের সংশপর্শে আসবে। গোসল শেষে সেই গোসলের পানি মুছলে কি অযু নষ্ট হবে?