আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
163 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (67 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

১। মুখরা বলতে ঝগড়াটে বুঝাতে চাইনি। মুখরা মেয়ে বলতে সেই সব মেয়ে যারা সাহসী, নিজের সম্মান বজায় রাখতে পারে, নিজের চাওয়া পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, এত আত্মবিশ্বাসের ও দৃঢ়তার সাথে কথা বলে যে মানুষ তার কথা শুনে(বাধ্য হয়ে না, শ্রদ্ধা থেকেই শোনে), নিজে কি চায় সে ব্যাপারে জানে ও বলতে পারে এবং নিজের বা অন্যের সাথে অন্যায় হলে রুখে দাঁড়াতে পারে এবং যে কোন পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে বুদ্ধিমত্তার সাথে। মানুষ এদের কাছে সহজে সমস্যার কথা বলতে পারে কিন্তু এদের বন্ধুত্বের সুযোগ নিয়ে এদের পাপোষের মত পাড়া দিতে পারে না। এরা প্রচুর শিখতে ও জানতে চায় এবং মানুষকে প্রভাবিত করতে পারে। এরকম মেয়েদেরকে শরীয়ত কি দৃষ্টিতে দেখে? আর অতি সরল, বোকা, নিজের কথা ঠিকমত বুঝিয়ে বলতে পারে না, মানুষ তাদেরকে ঠকিয়ে চলে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারে না, সবসময় অন্যের কাছে অপদস্থ হয় এরকম নারীদের ব্যাপারেই বা কি বলে?
এক লেকচারে শুনেছিলাম যে উমর(রাঃ) বলেছিলেন "মদিনার নারীরা মক্কার নারীদের থেকে বেশি মুখরা(outspoken), তারা মক্কার মহিলাদের মত লাজুক নয়, রাসূল(সাঃ) কে অনেক প্রশ্ন করে।" এই হাদিসটি কতটুকু সত্যি? একজন নারী কীভাবে আল্লাহর বিধান সম্পূর্ণ মেনে চলে ১ম প্রকারের(মুখরা) হতে পারে? এটা জানা এজন্যই গুরুত্বপূর্ণ কারণ আমি আসলেই চাই না আমাকে কেউ পাড়া মেরে চলে যাক আর আমি কিছু বলতে না পারি। আমি চাই আমার অনুভূতি ক্লিয়ারলি প্রকাশ করতে। আল্লাহর কাছে দুয়া তো করছিই। আর কি কি করা যেতে পারে? আর আমাদের সমাজের পুরুষরা এই প্রথম প্রকারের নারীদের এত ভয় বা ঘৃণা করে কেন?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


মুখরা শব্দের অর্থ, বাচাল; বেশি কথা বলে এমন।কটুভাষী।

হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَن سعيدِ بنِ المسيِّبِ قَالَ: إِنَّمَا نُقِلَتْ فَاطِمَةُ لِطُولِ لِسَانِهَا عَلَى أحمائِها. رَوَاهُ فِي شرح السّنة

সা‘ঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) এতদসম্পর্কে বলেন যে, স্বামীর আত্মীয়-স্বজনের সাথে মুখরা হয়ে ঝগড়া-বিবাদ করার কারণে তাকে গৃহ-ত্যাগের অনুমতি দিয়েছিল।
(শারহুস্ সুন্নাহ্ ২৩৮৪, আবূ দাঊদ ২২৯৬,মিশকাত ৩৩২৬।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত হাদীস খুজে পাইনি।
মুখরাদের ব্যপারে শরীয়তের মত হলো এটি মুমিনদের আচরণ নয়।

কুরআনে কারীমে মু'মিনদের উত্তম ও প্রশংসনীয় গুনাবলীর আলোচনা করতে যেয়ে বলা হয়,

ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻋَﻦِ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻣُﻌْﺮِﺿُﻮﻥَ

যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,(মু'মিনুন-৩)
ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮُّﻭﺍ ﺑِﺎﻟﻠَّﻐْﻮِ ﻣَﺮُّﻭﺍ ﻛِﺮَﺍﻣًﺎ

এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।(ফুরকান-৭৩)

★মুখরা শব্দের যে অর্থ, এটি প্রশ্নে উল্লেখিত ছুরতে  পাওয়া যায়না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...