আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
১। মুখরা বলতে ঝগড়াটে বুঝাতে চাইনি। মুখরা মেয়ে বলতে সেই সব মেয়ে যারা সাহসী, নিজের সম্মান বজায় রাখতে পারে, নিজের চাওয়া পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, এত আত্মবিশ্বাসের ও দৃঢ়তার সাথে কথা বলে যে মানুষ তার কথা শুনে(বাধ্য হয়ে না, শ্রদ্ধা থেকেই শোনে), নিজে কি চায় সে ব্যাপারে জানে ও বলতে পারে এবং নিজের বা অন্যের সাথে অন্যায় হলে রুখে দাঁড়াতে পারে এবং যে কোন পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে বুদ্ধিমত্তার সাথে। মানুষ এদের কাছে সহজে সমস্যার কথা বলতে পারে কিন্তু এদের বন্ধুত্বের সুযোগ নিয়ে এদের পাপোষের মত পাড়া দিতে পারে না। এরা প্রচুর শিখতে ও জানতে চায় এবং মানুষকে প্রভাবিত করতে পারে। এরকম মেয়েদেরকে শরীয়ত কি দৃষ্টিতে দেখে? আর অতি সরল, বোকা, নিজের কথা ঠিকমত বুঝিয়ে বলতে পারে না, মানুষ তাদেরকে ঠকিয়ে চলে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারে না, সবসময় অন্যের কাছে অপদস্থ হয় এরকম নারীদের ব্যাপারেই বা কি বলে?
এক লেকচারে শুনেছিলাম যে উমর(রাঃ) বলেছিলেন "মদিনার নারীরা মক্কার নারীদের থেকে বেশি মুখরা(outspoken), তারা মক্কার মহিলাদের মত লাজুক নয়, রাসূল(সাঃ) কে অনেক প্রশ্ন করে।" এই হাদিসটি কতটুকু সত্যি? একজন নারী কীভাবে আল্লাহর বিধান সম্পূর্ণ মেনে চলে ১ম প্রকারের(মুখরা) হতে পারে? এটা জানা এজন্যই গুরুত্বপূর্ণ কারণ আমি আসলেই চাই না আমাকে কেউ পাড়া মেরে চলে যাক আর আমি কিছু বলতে না পারি। আমি চাই আমার অনুভূতি ক্লিয়ারলি প্রকাশ করতে। আল্লাহর কাছে দুয়া তো করছিই। আর কি কি করা যেতে পারে? আর আমাদের সমাজের পুরুষরা এই প্রথম প্রকারের নারীদের এত ভয় বা ঘৃণা করে কেন?