ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্ত্রী যদি স্বামীকে বলে যে, তোমার কান বা কানের ফুটা বা কানের কোন অংশ আমার মামার মত, তাহলে জিহার হবে না।
(২)
যিহার শুধুমাত্র পুরুষ কর্তৃক হয়।মহিলা যিহার করলে যিহার হয় না।সুতরাং যিহার হল,
স্বামী কর্তৃক স্ত্রীকে নিজ মাহারাম মহিলা বা তার অঙ্গের সাথে তুলনা করা।আবার স্ত্রী এমনটা বললে যিহার হবে না।যেমনঃ
(ﻭَﻇِﻬَﺎﺭُﻫَﺎ ﻣِﻨْﻪُ ﻟَﻐْﻮٌ) ﻓَﻼَ ﺣُﺮْﻣَﺔَ ﻋَﻠَﻴْﻬَﺎ ﻭَﻻَ ﻛَﻔَّﺎﺭَﺓَ ﻭَﺑِﻪِ ﻳُﻔْﺘَﻰ ﺟَﻮْﻫَﺮَﺓٌ ﻭَﺭَﺟَّﺢَ اﺑْﻦُ اﻟﺸِّﺤْﻨَﺔِ ﺇﻳﺠَﺎﺏَ ﻛَﻔَّﺎﺭَﺓِ ﻳَﻤِﻴﻦٍ.
মহিলা কর্তৃক যিহার তথা স্বামীকে নিজ পিতা ইত্যাদির সাথে তুলনা করলে কোনোপ্রকার হুরমত প্রমাণিত হবে না।এবং কাফফরা ও আসবে না।এটাই গ্রহণযোগ্য মতামত।তবে ইবনুশ শিহনাহ রাহ শপথ ভঙ্গের কাফফরা অনাদায়ের কথা বলেছেন।(আদ্দুর্রুল মুখতার-৩/৪৬৭,ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৩/৩৩০)
(৩)
আমাদের এখানে কত নাম্বার ফাতাওয়াতে দেখেছেন, সেই ফাতাওয়া নাম্বার দিবেন।
(৪)
কসমের কাফফার ক্ষেত্রে কুরআনে বর্ণিত তারতীবকে ফলো করতে হবে। যেহেতু আপনার খাবার খাওয়ানোর সামর্থ্য আছে, তাই আপনাকে খাবার খাওয়ানোর মাধ্যমেই কাফফারা আদায় করতে হবে।
খাবার দ্বারা দিলে জনপ্রতি ৩.৬৫ কেজি আটার মূ্ল্য দিতে হবে। একজনকেও দিতে পারবেন।আর দশজনকেও দিতে পারবেন। দশজনকে দিলে প্রত্যেকজনকে ৩.৬৫ কেজি আটার মূল্য দিতে হবে।আর একজনকে দিলে ৩৬.৫ কেজি আটার মূল্য দিতে হবে। আর খাওয়ানোর মাধ্যমে দিলে ১০ জনকে দুই বেলা খাওয়াতে হবে।
(৫)
খাদ্য দেয়ার সামর্থ্য থাকাবস্থায় যদি তিনদিন রোজা রাখে তাহলে কাফফারা আদায় হবে না।