জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাফের আর গায়রে মুসলিম একই।
তবে তা'বির তথা ব্যাখ্যাগত দিক থেকে কেহ কেহ পার্থক্য করে থাকেন।
কাফের তাকে বলে যে হক কথাকে গোপন করে রাখে,অর্থাৎ হক আসার পরেও তাকে স্বীকার না করে।
যেই ব্যাক্তি পর্যন্ত রাসুলুল্লাহ সাঃ এর শেষও চুড়ান্ত নবী হওয়ার দাওয়াত পৌছেছে,আর সে রাসুলুল্লাহ সাঃ এর শেষ নাবী হওয়া সম্পর্কে অস্বীকার করে, রাসুলুল্লাহ সাঃ কে না মানে,তাহলে তাকে কাফের বলা হবে।
আর যে ব্যাক্তির নিকট রাসুলুল্লাহ সাঃ এর শেষ নবী হওয়ার দাওয়াত পৌছেনি,তাকে গায়রে মুসলিম বলা হয়।
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يسمع بِي أحد مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ من أَصْحَاب النَّار» . رَوَاهُ مُسلم
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে প্রতিপালকের হাতে মুহাম্মাদের জীবন তাঁর কসম! এ উম্মাতের যে কেউই চাই ইয়াহূদী হোক বা খ্রীষ্টান, আমার রিসালাত (রিসালাত) ও নুবূওয়্যাত মেনে না নিবে ও আমার প্রেরিত শারী‘আতের উপর ঈমান না এনেই মৃত্যুবরণ করবে, সে নিশ্চয়ই জাহান্নামী।
(সহীহ : মুসলিম ১৫৩, আহমাদ ৮৬০৯, সহীহাহ্ ১৫৭, সহীহ আল জামি‘ ৭০৬৩,মিশকাত ১০।)