ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্ন হল, আপনি কেন টিউশনি করবেন? টিউশনি করার উদ্দেশ্যই বা কি?
যদি আপনি অার্থিক সমস্যার কারণে টিউশনি করতে চান! তাহলে আপনি টিউটর মিডিয়ামকে ছবি ইত্যাদি দিতে পারবেন। তবে যদি আপনি এমনিতেই টিউশনি করতে চান, তাহলে আপনার জন্য ছবি দেয়া জায়েয হবে না।
(২)
গানবাজনা শুনা হারাম।
(৩)
গজল বা নাশিদ কয়েকটি মূলনীতি লক্ষ্যণীয়-
(১)মিউজিক থাকতে পারবে না।
(২)অত্যাধিক মনযোগ প্রদান করা যাবে না।যার দরুণ ফরয ওয়াজিব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
(৩)মহিলাদের কন্ঠে হতে পারবে না,এবং অশ্লীল বা হারাম কথাবার্থা তাতে থাকতে পারবে না।
(৪)ফাসিক,এবং উদ্ভ্রান্তদের কন্ঠে হতে পারবে না।
(৫)এমন কোনো আয়োজন হতে পারবে না, যা মিউজিকের মত মনে হয়।
(৬)গান যেভাবে মানুষকে আকৃষ্ট করে,ফিতনায় পতিত করে, সে রকম কোনো কন্ঠ হতে পারবে না।
অথচ বর্তমানে প্রচলিত অনেক শে'র, গজলে এমনটাই লক্ষ্য করা যায়।আজকালের শ্রুতাগণ অর্থের দিকে খেয়াল না করে, তারা কন্ঠ এবং ভাবভঙ্গির দিকেই বেশী খেয়াল করে গজল বাছাইরকরে।এত্থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।(ফাতহুল বারী-১০/৫৫৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1898
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিভিন্ন বাংলা গানের লিরিক্স গাওয়া জায়েয হবে না।
(৪)
বিভিন্ন নাশিদে বা গজলে মিউজিক ব্যবহার করা হয়, সেসব নাশিদ বা গজল শোনা হারাম।