ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক দেওয়ার জন্য বা তালাক কার্যকর হওয়ার জন্য সাক্ষীর কোনো প্রয়োজনিয়তা নাই। বরং সাক্ষী ব্যতিতও তালাক পতিত হয়ে যায়।
হ্যা, যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে তালাক নিয়ে ঝগড়া হয়। একজন বলে তালাক দেয়া হয়েছে, এবং অন্যজন অস্বীকার করে, তাহলে তখন সাক্ষীর প্রয়োজনিয়তা পড়ে। এক্ষেত্রে দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।
একসাথে তিন তালাক দেয়া বিদ'আত। তবে কেউ দিয়ে দিলে তিন তালাকই পতিত হয়। উত্তম হল, প্রতি তুহুরে এক তালাক প্রদাণ করা।
যদি স্ত্রী উপস্থিত না থাকে, তাহলে দুইজন সাক্ষীর উপস্থিতিতে স্বামী বলবে, আমি অমুককে এক তালাক,দুই তালাক,তিন তালাক দিলাম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2579