আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ।
পরিচিত এক বোনের বিয়ে নিয়ে অনেক অশান্তিতে আছে, দ্বীনদার না পাওয়াই বিয়ে করছেনা তাই পরিবার অতিরিক্ত মানসিক অত্যাচার করছে, বয়সও হয়ে যাচ্ছে ২৭ । এক প্রপোজাল পেয়েছে, ছেলে মোটামুটি প্র‍্যাক্টিসিং, মেয়ের মত অত বেশি না। তবে চেষ্টা করছে, এক মুষ্টি দাড়ি নেই,রাখবে। নামাজ জামায়াতের পড়লেও ফজর মিস হয় মাঝে মাঝে,
ইস্তেখারা করে মন স্থির হয় নি। তাও পরামর্শ নেয়া,দুদকে কাজ করে এমন কাউকে বিয়ে করলে হারাম ভক্ষণ হয়ে যাবে?যদিও ছেলে জানিয়েছে সে হালাল এ থাকে।
কি করা উচিৎ?
দ্রুত উত্তর পেলে উক্ত বোনের উপকার হত।