আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
142 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (81 points)
edited by
১)আমাদের বাসায় আলমারি, শোকেস,র‍্যাক এর থাকে উপর ইসলামিক ক্যালেন্ডার ও খবরের কাগজ পাতা রয়েছে।এর উপরে জিনিস পত্র রাখা হয়।ইসলামিক ক্যালেন্ডারে মসজিদ,কালেমা,হজ্ব,ওমরাহ ইত্যাদির ছবি থাকে।আর খবরের কাগজে মানুষের বিভিন্ন থাকে যেমন; রহিম,কাদির যা আল্লাহর গুণবাচক নাম।এই সব কাগজের উপর জিনিসপত্র রাখা কি জায়েজ?এই ইসলামিক ক্যালেন্ডার এর পাতা কি বাইরে ফেলা যাবে?

২)পাঠ্যপুস্তকে মানুষের নাম রহিম,রহমান থাকলে এছাড়া আল্লাহ,বিসমিল্লাহ লেখা থাকে সেই কাগজ গুলো কি যেখানে সেখানে রাখা যাবে? এই কাজগুলো কি ডাস্টবিনে বা ময়লা জায়গায় ফেলা যাবে

1 Answer

0 votes
by (589,260 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার নিদর্শন সমূহকে সর্বোচ্ছ  সম্মান প্রদর্শন করা সমস্ত মানুষের উপর ফরয।আল্লাহ তা'আলা বলেনঃ
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢
এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]

সম্মান প্রদর্শন একটা আপেক্ষিক বিষয়;
আমরা জানি-এক জায়গায় কোনো একটা কাজকে সম্মান বলা হলেও ভিন্ন জায়গায় ঐ কাজকে অসম্মানের মনে করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/470

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ইসলামিক ক্যালেন্ডার ও খবরের কাগজে ইসলাম সম্পর্কীয় যে সমস্ত আলোচনা রয়েছে, তাতে তো অবশ্যই আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম রয়েছে। এই সমূহ নামকে অসম্মান করার নিয়তে কেউ তার উপরে কোনো কিছু রাখলে সেটা কখনো জায়েয হবে না এমনকি এদ্বারা ঈমান নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে।তবে যদি আল্লাহর নাম সমূহকে অসম্মান করার নিয়ত না থাকে, তাহলে রুখসত থাকলেও তাকওয়ার দাবী হল, এজাতীয় ক্যালেন্ডার বা পত্রিকার উপর কোনো কিছু না রাখা।

হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)

(২)
পাঠ্যপুস্তকে মানুষের নাম রহিম বা রহমান হিসেবে লিখা থাকলে, কিংবা আল্লাহ,বিসমিল্লাহ শব্দ লিখা থাকলে, সেই কাগজ গুলোকে যেখানে সেখানে ফেলে  রাখা জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,260 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...