বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার নিদর্শন সমূহকে সর্বোচ্ছ সম্মান প্রদর্শন করা সমস্ত মানুষের উপর ফরয।আল্লাহ তা'আলা বলেনঃ
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢
এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]
সম্মান প্রদর্শন একটা আপেক্ষিক বিষয়;
আমরা জানি-এক জায়গায় কোনো একটা কাজকে সম্মান বলা হলেও ভিন্ন জায়গায় ঐ কাজকে অসম্মানের মনে করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/470
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ইসলামিক ক্যালেন্ডার ও খবরের কাগজে ইসলাম সম্পর্কীয় যে সমস্ত আলোচনা রয়েছে, তাতে তো অবশ্যই আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম রয়েছে। এই সমূহ নামকে অসম্মান করার নিয়তে কেউ তার উপরে কোনো কিছু রাখলে সেটা কখনো জায়েয হবে না এমনকি এদ্বারা ঈমান নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে।তবে যদি আল্লাহর নাম সমূহকে অসম্মান করার নিয়ত না থাকে, তাহলে রুখসত থাকলেও তাকওয়ার দাবী হল, এজাতীয় ক্যালেন্ডার বা পত্রিকার উপর কোনো কিছু না রাখা।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)
(২)
পাঠ্যপুস্তকে মানুষের নাম রহিম বা রহমান হিসেবে লিখা থাকলে, কিংবা আল্লাহ,বিসমিল্লাহ শব্দ লিখা থাকলে, সেই কাগজ গুলোকে যেখানে সেখানে ফেলে রাখা জায়েয হবে না।