ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হুমায়দী (রহঃ) ... আলকামা ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিত,
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে- সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য।(সহীহ বুখারী-০১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অন্য ছাত্রকে নিরোৎসাহিত করার লক্ষ্যে আউট জ্ঞান অর্জন করা নিয়ে তার সামনে আলোচনা করা কখনো উচিৎ হবে না। এবং যিনি শুনবেন উনার জন্য নিরোৎসাহিত হওয়াও উচিৎ না। বরং তিনি মনে রাখবেন, এগুলো তো মূল জ্ঞান নয় বরং মৌলিক জ্ঞান হল, সেটাই যা আমরা সিলেবাসে পড়ে থাকি।
তালিবুল ইলম এবং উস্তায উস্তাযার মধ্যে পিতামাতা ও সন্তানের মত ব্যবহার হওয়া উচিৎ। তালিবুল ইলম উচ্ছস্বরে কথা বলবে না। উস্তাদ শালিন ভাষা ব্যবহার করবেন।এবং কোনো শব্দ ব্যবহার করবেন না,যাদ্বারা তালিবুল ইলমরা নিরোৎসাহিত হয়।