আসসালামু আলাইকুম
১. বিদাত কারির জন্য কি রাসুলুল্লাহ সাঃ সুপারিশ করবেন না?
২. তাহলে বিদাত কারি কি মহান আল্লাহর ক্ষমা পাবে না?
৩. গান শুনা,নাচ গান দেখা গুনাহ,কিন্তু এগুলা কি বিদাত?
৪. কোন খুশির ঘটনা ঘটলে, আত্তিয় স্বজন কে খাবার খাওয়াণো কি বিদাত?
৫.বিদাত করেও কি কোন মানুষ আল্লাহর ক্ষমা আশা করতে পারে?
৬. ৩ বা ৪ রাকাতের ফরজ নামাযের শেশ ১বা ২ রাকাত এ সুরা ফাতিহার পর যদি ভুলে সুরা পরে ফেলি, তাহলে কি নআমাজ হবে?