আসসালামুয়ালাইকুম।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক, কস্তুরি, জাফরান, আম্বার ও অন্যান্য সুগন্ধি আতর ব্যবহার করেছেন। কিন্তু বর্তমানে মেশক, আম্বারের দাম অনেক বেশি, যা কিনা সম্ভব নয়। তাই ১০০, ২০০ টাকার আতর কিনে ব্যবহার করলে কি সুন্নাত আদায় হবে?
ফাতেহা শরিফ পড়া কি বিদ'আত না জায়েজ?
ঈদে মিল্লাদুন নবী কি বিদ'আত?
কোনো পীর সাহেব যদি কাফের হয়, সেই কাফের পীরের মরার পর যেখানে কবর দিবে, সেই কবরে যে ঘাস জন্মাবে, সেই ঘাস যে গরু খাবে, সেই গরুর দুধ যে খাবে, সেও কি কাফের হবে?
ভন্ড পীরের কাছে গেলে কি কেউ কাফের হবে? যদি কাফের হয়, তবে কীভাবে ক্ষমা পাবে?