জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি আপনি নারী হন, তাহলে আপনার জন্য বিনা প্রয়োজনে এভাবে নিজ ছবি বা এন আই ডি কার্ড শো করানো জায়েয হবে না।
সহীহ বুখারীর প্রথম হাদীস যা হযরত উমর রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেন,
انما الاعمال بالنيات الخ
প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল।নিয়ত ভালো থাকলে সওয়াব পাওয়া যাবে।আর নিয়তে কোনো প্রকার সমস্যা থাকলে সওয়াব পাওয়া যাবে না,এমনকি গোনাহও হতে পারে।
এবং ধোকা দেয়া হারাম।এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
ﻣﻦ ﻏﺸﻨﺎ ﻓﻠﻴﺲ ﻣﻨﺎ
"যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়" (সহীহ মুসলিম-১০১)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আপনার বাবার অনুমতি স্বাপেক্ষে তার নামে ব্যবহার করতে পারবেন।
আপনার বাবার ছবি,এন আইডি ব্যবহার করতে পারবেন।
আপনি যেহেতু কাজ করেই টাকা নিবেন,তাছাড়া আপনি এখানে কাউকে ধোঁকা দিচ্ছেন না, বা কাউকে ধোঁকা দেওয়ারও আপাতত আপনার ইচ্ছা নেই, সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এতে ধোকার অন্তর্ভুক্ত হবেনা।
আরো জানুনঃ-
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
উভয় ফতোয়াকে সামনে রেখে আপনার জন্য আপনার বাবার অনুমতি নিয়ে তার ছবি, নাম ও তার আইডি দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজের জন্য প্রোফাইল খোলার সিদ্ধান্তই সহীহ ও সঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে ।