আসসালামু আলাইকুম।
হুজুর,
বিভিন্ন বইয়ে এমন কিছু প্রবাদ বাক্য বা বাগধারা লিখা থাকে যা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেমন- ভূতের মুখে রাম রাম। অথবা একটি ইংরেজি বইয়ে দেখলাম লিখা "Hail mary Pass". ( হেইল মেরি পাস হচ্ছে প্রবাদ/ বাগধারা। এর মানে হলো রাগবি খেলায় হতাশার বশে খুব জোরে অনেক লম্বা দূরত্বে বল ছুড়ে মারা যেখানে সফলতার হার কম থাকে)
এখন, যদি এইসব বইগুলোতে এমন মেরি বা রাম রাবন নাম ওয়ালা বাগধারা বা প্রবাদ লিখা থাকে, তাহলে কি শুধু এই কারণে বইগুলো পড়া হারাম হবে??
জাজাকাল্লাহ খাইরান।