আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ .. শাইখ , আমি এক জায়গায় কাজে নিয়োজিত আছি । এখানে আমাকে টাকা পয়সার হিসাব রাখতে হয় , আমি প্রায় প্রতিবারই মালিককে তার টাকা পয়সা ঠিকভাবে বুঝিয়ে দিই । কিন্তু এবার কোন কারনে হিসেবে কিছু ঘাটতি হয় অল্প টাকার । হয়তো উনি টাকা নিয়েছেন আমি লিখতে ভুলে গেছি আমার সঠিক মনে নাই , অথচ আমি অন্যায় ভাবে এক টাকাও নেই নাই , এখন সমস্যা হল ওই টাকার হিসাব উনি আমার থেকে নেন নাই তাই বুঝতেও পারে নাই । ওই হিসাব ক্লোজ হয়ে গেছে । এখন আমার সন্দেহ হচ্ছে যে ওনাকে এই হিসাব না জানিয়ে আমি অন্যায় করলাম না তো .. ! এখন ওনাকে জানালে আমাকে ভুল বুঝার প্রবল সন্দেহ রয়েছে । এখন আমি কি করবো যদি একটু বলতেন । জাযাকাল্লাহু খাইরান ।।।