আসসালামু আ'লাইকুম
হুজুর কয়েকটি প্রশ্ন করলাম প্লিজ উত্তর দিবেন
বারংবার প্রশ্ন করাতে হুজুর বিরক্ত হবেন না
আশা করছি আর প্রশ্ন করা লাগবে না
১.খালাওয়াতে সহীহা কি?
এটি হওয়া না হওয়ার ব্যাপারে জানাবেন।
এটির গুরুত্বের ব্যাপারে জানাবেন( নতুন করে এটা নিয়ে মাথায় চিন্তার উদ্রেক হয়েছে)
দ্বিতীয় ঘটনা
আমি মানসিকভাবে ভেংগে পরছি
আমার বিয়ে পারিবারিকভাবেই হয়েছে
বিয়ের সময় যখন আমার অনুমতি নিতে আসে তখন রুমে যিনি অনুমতি নেন তিনি ছিলেন মানে আমার দুলাভাই,আমার বোন ছিলেন কিন্তু রুমটা ছোট হওয়াতে সেখানে আমি আর কারো উপস্থিতির কথা মনে করতে পারছিনা রুমের বাইরে দাঁড়িয়ে দরজার পাশে কেউ ছিল নাকি এই ব্যাপারে আমার ধারণা নেই(বিয়ে করব এই খুশিতে এইসব ব্যাপারে মাথা ঘামাই নি এটা ভেবে এগুলো তো বড়দের কাজ, আল্লাহ মাফ করুক আমার অজ্ঞতার জন্য
এবং অন্য রুমে গিয়ে কাজির সামনে আমি কাবিননামায় সই করি(সেখানে আমার দুলাভাই,বোন আর কাজি ছিলেন)
ঠিক একবছর আগে আমার এই নিয়ে সন্দেহ হয় যার কারণে আমি অসুস্থ হয়ে যায় মানসিকভাবে সারাদিন কান্না করতাম
তাই আমার অবস্থা দেখে আমার স্বামী কাজি ডেকে বিয়ে করে(সাক্ষী ছিল)
কিন্তু কাজি পূর্বের আকদে যা মোহর ছিল তাই আবার বলেন
এখানে দেখেছি বিয়ে নবায়ন করতে নতুন মোহর ধরতে হয়
১.এখন আমার বিয়ে নবায়ন কি সহিহ হয়েছে?
অথবা আগের আকদ কি ঠিক ছিল?(যেহেতু আমি সাক্ষীর বিষয়ে শিউর না)
২.আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম ১৮নং অনুচ্ছেদে তুমি আমাকে কি দিসো বা অনুমতি দিসো?
বলে যা আছে তা তোমার
যদিও সেই জানে না ১৮নং অনুচ্ছেদে কি আছে
আমিও জানতাম না এখান থেকে জেনেছি
এখন কথা হচ্ছে এতে কি সে আমাকে অনুমতি দিলো ধরা হবে?
৩.বিয়ে শুদ্ধ হয়েছে কিনা, কেনায়ার ব্যবহার, আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে কিনা এইসব নিয়ে সন্দেহের কারণে আমি খুব পেরাশানিতে আছি(সন্দেহের যথেষ্ট কারণও আছে যেগুলো ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি)
তাই আমি কি বিয়ে নবায়ন করতে পারব?
করলে কি করতে হবে??
হুজুর উত্তর দিয়ে সাহায্য করবেন
আমাকে সহিহ পরামর্শ দিবেন কারণ নিকটস্থ এমন কেউ নেই যার সাথে এইসব ব্যাপারে আলোচনা করা যাবে।