জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا: فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ البَوْلِ – قَالَ وَكِيعٌ: مِنْ بَوْلِهِ – وَأَمَّا الْآخَرُ: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ “.
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাঃ দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন। বললেন, এ দু’টি কবরে আযাব হচ্ছে। কোন বড় কারণে আজাব হচ্ছে না। একজনের কবরে আজাব হচ্ছে সে পেশাব থেকে ভাল করে ইস্তিঞ্জা করতো না। আরেকজন চোগোলখুরী করতো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৯৮০, বুখারী, হাদীস নং-১৩৬১}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
পেশাব যেহেতু নাপাক,তাই এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে ইস্তিঞ্জা করতে গিয়ে হাতে পেশাব লাগলে একবার পানি দিয়ে হাত ধুয়ে নিলেই হাত পাক হয়ে যাবে।
এক্ষেত্রে অপচয়ের সুযোগ নেই।
আর যদি ইস্তেঞ্জার সময় হাতে পেশাব না লাগে,সেক্ষেত্রে হাত ধোয়ারই প্রয়োজনীয়তা নেই।
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে একবার হাত ধুয়ে আপনি সেই হাত দিয়ে যাহা স্পর্শ করবেন,সেটা পাকই থাকবে।
নাপাক হবেনা।
এগুলো সবই আপনার ওয়াসওয়াসা।
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বেল্ট পাক থাকবে।
(০২)
প্রশ্নের বিবরণ মতে হাত একবার ধোয়ার পর আর কিছুই তো নাপাক হচ্ছেনা।
সুতরাং বেল্ট ইত্যাদি কোনো কিছুই ধোয়ার প্রয়োজনীয়তা নেই।
এসব পাকই থাকবে।
উক্ত পোশাকে আপনার নামাজ হয়ে যাবে।
ওয়াসওয়াসাকে পরিহার করুন।
এটি শয়তানের পক্ষ থেকে আসে।
এটিকে পাত্তা দিবেননা।
ওয়াসওয়াসা আসলে আপনি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাইবেন।
أعوذ بالله من الشيطان الرجيم পড়ে নিবেন।
,
এরপর নিজ কাজে মগ্ন হয়ে যান। এদিকে বেশি মনোযোগ দিবেন না। কেননা, এইসব অবাঞ্ছিত চিন্তাকে গুরুত্ব দিয়ে কীভাবে তা দূর করা যায় এ চিন্তায় পড়ে গেলে আপনি এখানেই আটকা পড়ে যাবেন। সামনে অগ্রসর হওয়া আর সম্ভব হবে না। এভাবে শয়তানের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে।
যে কোনো ওয়াসওয়াসার প্রধান চিকিৎসা এটাই যে, একে গুরুত্ব না দেয়া। কী চিন্তা আসল, কী চিন্তা গেল-তা না ভেবে নিজের কাজে মশগুল থাকুন। কেননা, এটা মূলত শয়তানের কাজ।
আল্লাহ তাআলা বলেন,
إِنَّمَا النَّجْوَىٰ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
এই ওয়াসওয়াসা তো শয়তানের কাজ; মুমিনদেরকে দুঃখ দেয়ার দেয়ার জন্যে। তবে (এই ওয়াসওয়াসা সৃষ্টি করে) সে মুমিনদেরকে চুল পরিমাণ ক্ষতি করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। (সূরা মুজাদালাহ ১০)