যত হারাম কাজ আছে সুদ জিনা চুরি ইত্যাদি সবই তো হারাম । যদি কেউ এসব গুনাহের কাজ শিখায়, যদিও সে নিয়ত করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য । কিন্তু এমন মানুষ কে শিখানো হয় , যাদের দ্বারা আশাকরা যাবে না যে তারা সুদ থেকে বেঁচে থাকবে। কারণ তাদের মধ্যে হিদায়েত নেই , তাদের অধিকাংশ সলাত আদায় করে না। অর্থাৎ যে একাউন্টিং সাবজেক্ট শিক্ষা দেই যেখানে সুদের অংক শিখানো হয়, তার ব্যাপারে হুকুম কি ? তার অর্থ কি হালাল হবে? তার খবর কি খাওয়া যাবে?