আসসালামু'আলাইকুম শায়েখ,
আলহামদুলিল্লাহ্, আমি নিয়মিত জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। আজকে ১২ রবিউল আওয়াল ফজরের পর মিলাদুন্নবি পালন করেছে, তো, আমিও মিলাদে শেষ পর্যন্ত ছিলাম। আমি জানি এটা বিদ'আত কিন্তু আমি এটা ইবাদত হিসেবে পালন করি নাই, নিয়মিত নামাজ পড়তাম হিসেবে শেষ পর্যন্ত ছিলাম আর বিশেষ করে তবরুক পাওয়ার উদ্দেশ্যও ছিলো, কারণ বাসায় তবরুক আনলে খুশি হয়।
তাহলে, আমার প্রশ্ন হলো, আমার উপরোক্ত উদ্দেশ্যে এই মিলাদুন্নবি পালন করা কি বিদ'আত হিসেবে গণ্য হবে? আমি কি বিদ'আতকারী হিসেবে গণ্য হবো।