আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
257 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (23 points)
edited by
আসসালামু আলাইকুম।

'হালাল আয়' নিয়ে আমার কিছু উদ্বেগ আছে। আমার ওয়েবসাইট আছে যেখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি। লোকেরা আমার লিঙ্কের মাধ্যমে কেনার সময় আমি একটি ছোট কমিশন উপার্জন করি। আমি বেশিরভাগ গুগল থেকে বিনামূল্যে ভিজিটর পাই। গুগল বিভিন্ন ফ্যাক্টর ব্যবহার করে ওয়েবসাইট rank করে। ব্যাকলিংক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি। Google ব্যাকলিংক তৈরি/ক্রয় করতে নিষেধ করে। কারণ নিজের হাতে ব্যাকলিংক তৈরি করে বা ব্যাকলিংক কেনার মাধ্যমে আপনি সার্চ রেজাল্ট ম্যানিপুলেট করতে পারেন। কিন্তু, লিঙ্ক বিল্ডিং ছাড়া, গুগলে rank করা খুব কঠিন। গুগল এখানে ডাবল স্ট্যান্ডার্ড খেলছে। আমি সত্যিই বিভ্রান্ত। আমি কি সঠিকভাবে Google নির্দেশিকা অনুসরণ করব? আমি যদি তা করি তবে rank করা কঠিন হবে, তাই ভিজিটর কম হবে, সেলস কম হবে, তাই আয়ও কম হবে। আমার প্রতিযোগীরা ফ্রি এবং পেইড লিঙ্ক বিল্ডিং করছে এবং তারা খুব সহজেই গুগলে rank করে। গুগলের অ্যালগরিদম এতটা ভালো নয় যে এটি কোন লিঙ্কটি প্রাকৃতিক এবং কোনটি অর্থপ্রদান করা হয় তা পার্থক্য করতে পারে। এজন্য তারা লিঙ্ক বিল্ডিং নিষিদ্ধ করে।

এখন এই রকম পেইড/আদান-প্রদান করে ব্যাকলিঙ্ক করা কি হারাম হবে?

(সংগৃহীত ও পরিমার্জিত)

এই বিষয়ে Google এর স্টেটমেন্টঃ

Google এবং অন্যান্য বেশিরভাগ সার্চ ইঞ্জিন খ্যাতি নির্ধারণের জন্য লিঙ্ক ব্যবহার করে। Google অনুসন্ধান ফলাফলে একটি সাইটের ranking আংশিকভাবে সেই সাইটগুলির বিশ্লেষণের উপর ভিত্তি করে করা হয় যে সাইটগুলি এটির সাথে সংযুক্ত করে।

লিঙ্ক-ভিত্তিক বিশ্লেষণ একটি সাইটের মান পরিমাপের একটি অত্যন্ত দরকারী উপায়, এবং এটি ওয়েব অনুসন্ধানের গুণমানকে ব্যাপকভাবে উন্নত করেছে।
পরিমাণ এবং আরও গুরুত্বপূর্ণভাবে, লিঙ্কের গুণমান উভয়ই এই রেটিং এর জন্য ভূমিকা রাখে।

যাইহোক, কিছু এসইও এবং ওয়েবসাইটের মালিকরা "PageRank" উপেক্ষা করে এমন লিঙ্ক কেনা-বেচা করার অনুশীলনে নিযুক্ত হন, যা লিঙ্কের গুণমান, উৎস এবং এর দীর্ঘমেয়াদী প্রভাবকে ক্ষতিগ্রস্ত করে।

("PageRank (PR) হল একটি অ্যালগরিদম যা Google সার্চ তাদের সার্চ ইঞ্জিন ফলাফলে ওয়েব পেজ rank করতে ব্যবহার করে।
ওয়েবসাইটটি কতটা গুরুত্বপূর্ণ তার মোটামুটি অনুমান নির্ধারণ করতে PageRank একটি পেজের লিঙ্কের সংখ্যা এবং গুণমান গণনা করে কাজ করে। অন্তর্নিহিত অনুমান হল যে, বেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি অন্যান্য ওয়েবসাইট থেকে আরও লিঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে।")

PageRank উপেক্ষা করে এমন লিঙ্ক কেনা বা বিক্রি করা Google-এর ওয়েবমাস্টার নির্দেশিকা লঙ্ঘন করে এবং সার্চের ফলাফলে সাইটের ranking কে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

সব পেইড লিঙ্ক আমাদের নির্দেশিকা লঙ্ঘন করে না। লিঙ্ক কেনা এবং বিক্রি করা ওয়েবের অর্থনীতির একটি স্বাভাবিক অংশ যখন বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয়, এবং অনুসন্ধান ফলাফলের হেরফের করার জন্য নয়।

Google সার্চ ইঞ্জিনের ফলাফলগুলি হেরফের করার উদ্দেশ্যে করা লিঙ্কগুলিকে সম্পূর্ণভাবে বর্জন করে যেমন অত্যধিক লিঙ্ক এক্সচেঞ্জ এবং ক্রয় করা লিঙ্ক যা PageRank উপেক্ষা করে, এবং তা নিশ্চিত করার জন্য Google কঠোর পরিশ্রম করে।

আপনি যদি এমন কোনো সাইট দেখেন যেটি PageRank উপেক্ষা করে এমন লিঙ্ক কেনা বা বিক্রি করছে, তাহলে আমাদের জানান। এই ধরনের লিঙ্কগুলির অ্যালগরিদমিক সনাক্তকরণ উন্নত করতে আমরা আপনার তথ্য ব্যবহার করব৷

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


শরীয়তের বিধান হলো,কাউকে ধোকা দেয়া জায়েজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}


★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে Google ব্যাকলিংক তৈরি/ক্রয় করতে নিষেধ করে।
তাই এক্ষেত্রে ব্যাকলিংক করা জায়েজ হবেনা।

তবে প্রশ্নের বিবরণ মতে আপনার ইনকামকে হারাম বলা যায়না।
আপনার ইনকাম হালাল।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
তাহলে প্রথম অবস্থায় তো কোন ওয়েবসাইট লিংক পাবে না সরাসরি। আর লিংক না পেলে google রেংক ও দিবেনা। তো এখানে বাধ্য হয়ে লিংক নিজে থেকে করাই লাগে। কারন না করলে র্যাংক পাওয়া যায় না। 
তো এই ক্ষেত্রে কি লিংক করবো?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...