আসসালামু আলাইকুম।
আমি শখের বশে একটি অপারেটিং সিস্টেম এর ভিতরের নির্দিষ্ট কিছু প্রোগ্রাম শিখছি ইউটিউব থেকে। কিন্তু সমস্যা হল, তারা যে অপারেটিং সিস্টেম থেকে প্রোগ্রামের ব্যবহার শেখায়, সেটি একটি হিন্দু দেবির নামে নামকরণ করা। কিন্তু ভিতরের প্রোগ্রাম গুলোর নামে কোন সমস্যা নেই। আমি শিখছি ভিতরের প্রোগ্রাম গুলো। প্রোগ্রাম গুলো আছে ওই অপারেটিং সিস্টেম এর ভিতরে। এই একই প্রোগ্রাম গুলো অন্য অপারেটিং সিস্টেমেও আছে। কিন্তু তারা শেখাচ্ছে মূলত এই হিন্দু দেবির নামে নামকরন করা অপারেটিং সিস্টেমটির থেকে। আমার আসল কাজ ওই অপারেটিং সিস্টেম এর সাথে না। শুধু প্রোগ্রাম গুলো।
আমি চাই এই প্রোগ্রাম গুলো শিখে অন্য একটি অপারেটিং সিস্টেম এ ব্যবহার করবো, যেখানে এইসব হিন্দু দেবির নাম নাই।
আমার প্রশ্ন তিনটি
প্রশ্ন ১. ওই হিন্দু দেবির নামে নামকরন করা অপারেটিং সিস্টেম থেকে প্রোগ্রাম গুলো শিখে অন্য একটি অপারেটিং সিস্টেম দিয়ে ওই প্রোগ্রাম গুলোর ব্যবহার করা জায়েয নাকি।
প্রশ্ন ২. কোন কারনে যদি খোদ প্রোগ্রামেই কোন দেবির নাম বা শিরক ওয়ালা নাম এসে পড়ে, (শুধু নাম, অন্যকিছু না), তাহলে কি তার ব্যবহার হারাম হবে?
প্রশ্ন ৩. তারা যদি প্রোগ্রাম চালানোর সময় দেবির নাম লিখে, আর আমি যদি অন্য নাম লিখে কাজ চালাই, তবে কি তা জায়েজ হবে?
হুজুর, আমাকে তিনটি প্রশ্নের উত্তর ছোট করে দিলেও হবে।
জাজাকাল্লাহ খাইরান।