আসসালামু আলাইকুম হুজুর,
https://ifatwa.info/52817/ এই ফতুয়া অনুযায়ী আপনি বলেছেন বিবাহ হয়নি,আমার মনে হচ্ছে আমাদের বিয়ে সহিহ হয়েছে কারণ আমাদের উকিল নিযুক্ত করা ছিলো এবং ইজাব কবুল এবং দুইজন সাক্ষী ও ওয়াকালাতির (বর ও কনের প্রতিনিধির) মাধ্যমেই বিয়েটা সম্পন্ন হয়েছে,এখন আসি আমার আসল প্রশ্নে
কিছুদিন আগে আমার স্ত্রীর সাথে মেসেঞ্জারে মেসেজে আমার সাথে রাগারাগি হয়,আমাদের মধ্যে কোন ধরনের সহবাস হইনি, কথার মাঝে সে আমাকে বলে, তোমাকে আমি কিছু করলাম না, তুমি আমাকে শুধু শুধুই বকাবকি করেছো, আমি তৎক্ষনাৎ আরো রেগে বলে উঠলাম,
কি করবি তুই?
আদালতে যাবি?
পুলিশের কাছে যাবি?
নাকি আব্বা আম্মার কাছে বলবি?,
"ডাইরেক্ট তালাক"
আমার উদ্দেশ্য ছিলো শায়েখ, আমি তাকে এই কাজ গুলো করলে তাকে আমি ডাইরেক্ট তালাক্ব দিয়ে দিবো সেইটা বলার এবং সেটাই আমার উদ্দেশ্য ছিলো,মেসেজটি রাগের কারনে "দিবো" শব্দটি দিতে খেয়াল ছিলো না এবং "দিবো" শব্দটি দিতে ভুলে যাই এবং "দিবো" শব্দটা মিস হয়ে "ডাইরেক্ট তালাক্ব দিবো" এর জায়গায় "ডাইরেক্ট তালাক্ব" দিয়ে দেই এবং মেসেজটি সেন্ড করার সময় তখন আমার কিছু খেয়াল ছিলো না শায়েখ,কয়েক ঘন্টা পর আমার খেয়াল হওয়ার পর আমি মেসেজটি পুনরায় দেখে হতাশ হয়ে যাই এবং আমি তাকে ক্লিয়ার করেছি যে "ডাইরেক্ট তালাক্ব" এই শব্দটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে বলেছি যে তুমি এই কাজ গুলো করলে আমি তোমাকে ডাইরেক্ট তালাক্ব দিয়ে দিবো, কিন্তু মেসেজটাতে ঐ (দিবো) শব্দটা দিতে ভুলে যাওয়ায় বা রাগের কারনে খেয়াল না থাকায় অন্যভাবে চলে যায় যে,"ডাইরেক্ট তালাক্ব"
আমার একান্ত উদ্দেশ্য এটাই ছিলো হুজুর যে ভবিষ্যতে সে আমার বিরুদ্ধে এই কাজ গুলো করলে তাকে যে আমি তালাক্ব দিয়ে দিবো সেটার দিকে ইংগিত করে তাকে এই "ডাইরেক্ট তালাক" কথাটা বলে তালাক্বের বিষয়টা উল্লেখ করা মাত্র,যেন সে বুঝতে পারে যে আমি একটা কঠিন একশনে যাবো সে যদি এইসব আমার বিরুদ্ধে করতে যায়,এখানে আমার স্ত্রীকে সেই মুহুর্তেই তালাক্বটা পতিত হয়ে যাওয়ার উদ্দেশ্য কোনভাবেই ছিলো না হুজুর
এখানে আমি তাকে তোকে তালাক দিলাম অথবা তুই তালাক্ব বা তোকে তালাক দিছি কোনটাই সম্বোধন করি নি,যেটাকে বলে লফজে ছারিহ,উল্লেখিত ছুরতে কি আমাদের তালাক্ব হয়ে গিয়েছে?? এটা নিয়ে ২ মাস ধরে অস্বাভাবিক ভাবে আছি কোনকিছুতেই স্বাভাবিক হতে পারছি না
মেহেরবানি করে উত্তরটা দিন আমার অনেক উপকার হবে