আসসালামু আলাইকুম, আমার বয়স ২৭। আমার জন্য দ্বীনদার ছেলে মেলানো কঠিন হয়ে গেছে পরিবার এর, বাবা নেই, ভাই মুভিং জব করেন, যে যার মত ব্যস্ত, বিয়ের প্রস্তাব যাও বা আসে কোন না কোন সমস্যা থাকে দ্বীনের দিকে, আর আমার এত পর্দা কেউ মানতে চায় না, কেউ কেউ জব করবো না জন্য পিছিয়ে যায়।এখন একটা প্রস্তাব আসছে সে আমার পর্দা করা বা চাকরি না করা এইগুলো মানতে রাজি, কিন্তু সে একটি কো এডুকেশন স্কুলের প্রতিষ্টাতা আর তার দাঁড়ি ছোট করে রাখা।সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর কিছু জানি না তার দ্বীন প্র‍্যাক্টিসি এর ব্যাপারে।
এখন আমার প্রশ্ন হলো তার ইনকাম কি হালাল হবে?
আর সে যে দাড়ি ছোট করে রাখছে এটার ইসলামিক বিধান কি?
এখন আমি কি করবো এই ক্ষেত্রে আগাবো নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভাল কার ও জন্য অপেক্ষা করবো।