ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রীর উভয়ের রক্তের গ্রুপ যদি মিলে যায়,তাহলে সেক্ষেত্রে সন্তানের শারিরীক ক্ষতি হবার সম্ভানা থাকবে বলে ইসলামে এমন কোনো কথা নেই।
আল্লাহ তা'আলা বলেন,
يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ وَكَذَٰلِكَ تُخْرَجُونَ
তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন, এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। এভাবে তোমরা উত্থিত হবে।(সূরা রূম-১৯)
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنتُم بَشَرٌ تَنتَشِرُونَ
তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছ।(সূরা রূম-২০)
আল্লাহ যেখানে মৃত থেকে তথা কাফির বা অজ্ঞ ব্যক্তির ঔরশে জীবিত সৃষ্টি করতে পারেন। সুতরাং সবকিছুই আল্লাহর হাতে।আল্লাহর ইচ্ছা হলে যে কোনো কিছু হতে পারে।