জবাব
بسم الله الرحمن الرحيم
অনলাইনে অনেক ধরনের ইনকাম সোর্স রয়েছে,যদি এতে নাজায়েজ এর কোনো কার্যক্রম না থাকে,তাহলে শরীয়তের বিধান মতে তা নাজায়েজ হবেনা।
,
★অনলাইনে এড দেখার মাধ্যমে টাকা ইনকাম করার বিধানঃ
যদি হালাল উপায়ে তাদের কার্যক্রম পরিচালিত হয়, আর কোন নাজায়েজ বিষয় এতে সম্পৃক্ত না থাকে, তাহলে এভাবে অনলাইনে যেকোনো সাইট থেকে টাকা উপার্জন করতে শরয়ী কোন বিধিনিষেধ নেই। জায়েজ আছে। [জামিয়া বিন্নুরিয়া করাচি, পাকিস্তান, ফাতওয়া বিভাগ, ফাতওয়া নং-১০৫০৪]
রেফার করার মাধ্যমে ইনকাম করার শরয়ী বিধানঃ
যে সমস্ত Apps বা ওয়েবসাইট হালাল উপায়ে তাদের কার্যক্রম পরিচালিত করে, আর কোন নাজায়েজ বিষয় এতে সম্পৃক্ত না থাকে, সেখানে রেফার করা জায়েজ।
তার ইনকামও জায়েজ।
আরো জানুনঃ
★★উক্ত নীতিমালার আলোকে প্রশ্নে উল্লেখিত ফরসেজ বিজনেস কখনো জায়েয হবে না।
এটি নাজায়েজ।
এখান থেকে ইনকাম জায়েজ হবেনা।
,
বিস্তারিত জানুনঃ